অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... জাতীয় জীবনে বাড়ে কেবলি ব্যবধান ভুল শুদ্ধ বিবাদে জাতি বিবদমান, ক্রমাগত ব্যর্থতা কোথায় সমাধান ভুলে ভুলে জাতি আজ আঁধারে ধাবমান। সংঘাতে খুলে নারে মুক্তির দ্বার দিনে দিনে আরো বাড়ে এ ব্যর্থতার ভার, পতিত জাতি আবার হয়েছে পথহারা সময় হলো থামাও এ পতনের ধারা। বিভেদের মাঝেও চাই আবার ঐক্য দেশের স্বার্থ আগে ভুলো মতানৈক্য, দৃঢ় প্রত্যয়ে জানাও দৃঢ় অঙ্গীকার স্বোপার্জিত এ দেশ হোক অহংকার। ৩.০০, দুপুর ২১.০৮.২০১২ ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।