ঈদ স্পেশাল তোমার বাসমতি চাল মনে আমি পোলাও হলাম গলে, তোমার ঝাঁঝাঁলো পেঁয়াজ প্রেমে আমি বেরেস্তা হলাম জ্বলে। তোমার রেজালা হাসি মুখে আমি কোর্মা হবার লোভে, খেলে গরুর মাংশের ঝাল এখন পুড়ছি দারুন ক্ষোভে। তোমার জর্দা-সেমাই ঠোঁটে দেখে জাফরানি রঙ বাহার, আমার প্রেম লোভাতুর পেটে মোটেও জোটেনিতো আহার। তোমার রোস্ট সমাদর জিভে আমায় টমেটো সালাদ ভেবে, নাহয় দিলেই একটু কামড় তাতে প্রেমের স্বাদতো পাবে। তোমার হাঁড়ি-কাবাব স্বভাব বলে পাড়ার অন্য সবাই, আমি তাতেও মরতে রাজি করো প্রেম চাকুতে জবাই। তোমার ফিরনি-বাটি বুকে যদি রাখতে আমায় সুখে, পেতে সেরা রাঁধুনীর খেতাব সব লেঠাই যেত চুকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।