আমাদের কথা খুঁজে নিন

   

◄◄◄ আঁতলামী নোটিশ ►►►

সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য। এতদ্বারা সকল ব্লগ ব্যবহারকারীকে জানানো যাইতেছে যে, ব্লগে আমার মক্কেল “মাগুর” কতৃক প্রকাশিত সকল লেখনী, মন্তব্য, ছবি কাল্পনিক। বাস্তবের সহিত ইহার বিন্দুমাত্র মিল নাই। যদি কাহারও সহিত মিলিয়া যায় তবে তাহা হইবে অনিচ্ছাকৃত এবং বকতালীয় (কাকতালীয় পড়িতে হইবে)। কোন ব্যাক্তি বা গোষ্ঠী যে কোন প্রকার ছোট অথবা বড় টাইপ মাইন্ড খাইয়া ফেলিলে আমার মক্কেল “মাগুর” কে কোন ক্রমেই দায়ী করা যাইবে না। ►►যে কোন প্রকারের প্রতিবাদ, মন্তব্য, প্রতিক্রিয়া জানাইতে যোগাযোগ করিবার কোন প্রয়োজন অনুভব করিবেন না আশা করি। বারিস্টার পাঙ্গাশ-ই-খুমখুম বার এট ‍লুল, আফ্রিকা। চেম্বারঃ ৪২০ দশমিক ৬৯, ইন্দুরের গলি, ক্যাচালগেট, রাজশাহী-৮৪০ টেলিফোনঃ ০৭২১-(বাদবাকি নম্বর এই মূহুর্তে স্মরণ করতে পারছি না) মোবাইলঃ (রেজিস্ট্রেশন বাতিলজনিত কারণে নম্বর সংযুক্ত করা সম্ভব হইলো না) [উপরের লেখনীটি পড়িবার সময় মিচকি মিচকি হাসির ইমো নিজ দায়িত্বে সংযুক্ত করিয়া লইতে হইবে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।