আমাদের কথা খুঁজে নিন

   

♥ কি পারবে না তোমরা ভালবাসাকে সুস্থ ধারায় ফিরিয়ে নিয়ে আসতে ?♥

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ♥ ভালোবাসা ♥ অনেক পবিত্র একটি সম্পর্কের নাম , যে সম্পর্ক কে আমরা অনেকেই খুব অবহেলা করি ! দেখা যায় , মেয়েটি ছেলেটিকে অনেক ভালবাসে , মন থেকে , কিন্তু ছেলেটি ভালবাসেনা , শুধু মাত্র মজার জন্য মেয়েটিকে পিছে পিছে ঘুরায়ে কষ্ট দেয় , আর বন্ধুদের সাথে মেয়েটিকে নিয়ে মজা উড়ায় ! '' বন্ধু তুইও ট্রাই মেরে দেখ একটা '' আবার দেখা যায় , ছেলেটি মেয়েটিকে অনেক ভালবাসে , যে ভালবাসায় কোনও ধোঁকা নেই ♥ কিন্তু মেয়েটি বুঝেও রীতিমত ছলনা করে যায় ! আর বান্ধুবিদের কে বলবে '' আরেহ একটা আবুল পুরা ! জ্বালিয়ে মারছে ! '' দিন দিন এই পবিত্র সম্পর্ক টিকে আমরা বাজে এক খেলার দিকে ঠেলে দিচ্ছি , ভালবাসলে মন থেকে বাস , না হলে একাই থাকো , কারো মন ভেঙো না , সত্যিকারের ভালোবাসা একবার অনুভব করে দেখ , কত টা পবিত্র ও শান্তির ♥ যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো , তাহলে পাথরে খোদাই করে লিখে রাখো '' একদিন তুমিও কষ্ট পাবে সেই একই কারনে '' অভিমানী ♥ উপরের লেখাটি আমার নয় , পুরোটাই কপি করে দিলাম আজকের তরুন সমাজের সবাই এই পথে নিজেকে ক্ষতিগ্রস্থ করেছে। ভালবাসায় এত স্নিগ্ধতা আছে, এ দিয়ে সব জয় করা যায়। এ দিয়ে সবার মধ্যে একতা আনা যায়। ভালবাসা মানুষকে শান্তি দেয়, অমরত্বের স্বাদ দেয়। আকাশ - বাতাস সব সুন্দর হয়ে উঠে।

একবার তাকে দেখার জন্য মন আকুপাকু করতে থাকে। তাই সাত সমুদ্র তের নদী পার হয়ে সে দেখতে আসে। আর চোখ বুজলেই তাকে দেখতে পায়। আর তার কথা মনে পড়লেই ঠোটের কোনে হাসি চলে আসে। একজন ভাল জীবনসঙ্গী জীবন বদলে দেয়।

আজকাল সমাজেই যারাই এরকম নেশায় আসক্ত তারা কষ্টের পাহাড় জমাচ্ছে। তাই তো অনেকে ভয়েই এত মিষ্টি আর অসাধারন ভাললাগায় হারিয়ে যেতে চায় না। এ যে কি সুখ যদি পাশে থাকে সখা-সখি। ভালবাসা ভুল নয়, এ প্রথা আমাদেরকেই ঠিক করতে হবে । আগামী প্রজন্ম যেন রোজ আর জেক হতে পারে।

পারে বেলা আর এডওয়ার্ড এর মতই ভালবাসতে পারে। শুধুই একজনকেই তাকেই ধ্যান-প্রান সব সপে দেয়। আর বিনিময়ে শুধুই তার শুভকামনা, তার হাসি তার সুখ ছাড়া যেন কিছুই না চায়। কি পারবে না তোমরা ভালবাসাকে সুস্থ ধারায় ফিরিয়ে নিয়ে আসতে ? তাই শেয়ার দিলাম। ফেসবুকে এই নামে পেজটি আমার খুব পছন্দের একটি পেজ।

⌠প্রত্যেক মানুষের নিজস্ব একটি আকাশ থাকে,আমার সেই আকাশ তুমি⌡ এদের নিজেদের একটি ওয়েবসাইটও আছে http://addaabuzz.com/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।