আমাদের কথা খুঁজে নিন

   

তাও ভাল! চাঁদাবাজি না করে পানি বিক্রি করা ভাল...

আমি অনেকদিন পর গত শুক্রবার শাঁখারী বাজার গিয়েছিলাম। রাস্তায় প্রচুর যানজট। সবচেয়ে বেশি ছিল যখন ফিরছিলাম। শাহবাগের সিগন্যালে বসে আছি প্রায় ৩০ মিনিট। একটু বিরক্তই লাগছিল।

ভাবলাম অনেকদিন শাহবাগে আসা হয়না, একটু ভালভাবে চারপাশটা দেখি। ফুলের আরদটাকে অনেক ছোট মনে হচ্ছিলো, হঠাৎ লক্ষ্য করলাম ফুলের আরদের সাথে নতুন একটা টিনের ঘর উঠেছে, নাম-“৫৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ”। দরজার দু পাশে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রিন্টের ২ দুটি ব্যানার। বুঝলাম এটা নতুন আওয়ামীলীগ পার্টি অফিস। কিন্তু একি! ভেতরে এত পানির বোতল কেন? ও... হয়তো সামনে পার্টির কোন প্রোগ্রাম আছে।

কিন্তু ওই লোকটা একটা বড়প্যাকেট থেকে ১/২ লিটারের বোতল বের করে ১২ টা করে প্যাকেট করছে কেন? ও... হয়তো সঠিক ভারে বিতরণ করার জন্য গোছানো হচ্ছে... একি একি যে লোকটা আমাদের বাসে একটু আগে পানি বিক্রি করে গেল সেই দেখি ওই অফিসে গিয়ে আর একটি প্যাকেট নিয়ে বের হয়ে এলো। ও... হয়তো গরম বেশি বলে সরকারের পক্ষ থেকে পানি বিতরণ করা হচ্ছে... কিন্তু আমার কাছ থেকে যে টাকা নিলো!! যাক তাও ভাল! চাঁদাবাজি না করে পানি বিক্রি করা ভাল... ওই পার্টি অফিসের পাশেই একটি পাবলিক টয়লেট দীর্ঘদিন যাবত বন্ধ পরে আছে। ওইটাকেও যদি বাণিজ্যিকভাবে কেউ শুরু করে, আমরা জনগণ একটু উপকৃত হই, পরিবেশ ও ভাল থাকে! পার্টি এগিয়ে আসুন... ইনকাম ভালই হবে... সাথে পরিবেশ বান্ধব জনকল্যাণ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।