যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. ১ বছর হল আজ প্রবাসী হয়েছি। দেখতে দেখতে সময় চলে গেল। কিভাবে গেল তা ভেবেই পাচ্ছি না। দেশ ছাড়ার আগে কিংবা পরের কিছু ফানি কিন্তু খুব খুবই যুক্তিসম্পন্ন কথা শুনতে হয়েছিল কিংবা এখনো হয়। এটা সাধারণত সবার ক্ষেত্রেই হয় যারা দেশ ছেড়ে প্রবাসী হন।
যেমন কিছু উপদেশ কিংবা আদেশ কিংবা বাণী হল -
- ওখানে যেয়ে পড়াশোনাটা ঠিকমত কইরো।
- যেই উদ্দ্যেশে যাচ্ছো তা যেন সফল হয়
- ওখানে যেয়ে আবার বিদেশী কাউকে পচ্ছন্দ করে বইসো না!
- বিদেশী ম্যাগাজিন গুলোর দিকে চোখ দিবা না
- নানারকম বার, পাব, হোটেল এসবের দিকে ফিরেও তাকাবা না
- তোমার সামনে দিয়া অনেক হাফ প্যান্ট পরা মেয়েরা ঘুরবে! ভুলেও তাকাবা না।
- নজর ঠিক করে চলবা। মেয়েরা কিন্তু সব বোঝে!
- পড়া শেষ করার পর কি দেশে আসবা নাকি? (বিদেশে আসার পর অনেকবার শুনতে হয়েছে)
এর উত্তর হিসেবে আমি বলিঃ বিয়ে করতে তো আসবোই।
- বিদেশী মেয়েরা কিন্তু অনেক চালাক হয়! তাই সাবধান!!
ইত্যাদি এমন অনেক কথাই আমাকে শুনতে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।