আমাদের কথা খুঁজে নিন

   

সহজ মেদভুড়ি নামা: সমাধান পর্ব ২ অ্যান্টি ডায়াবেটিকস এবং অ্যান্টি হাইপার লিপিডেমিক ড্রাগ

সাধারন একজন লোক, চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী। ওবেসিটি এবং ডায়াবেটিসের জন্য গতপর্বে আমরা কিছু জেনারেল উপায় নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা দেখব কিভাবে অ্যান্টি ডায়াবেটিকস এবং অ্যান্টি হাইপার লিপিডেমিক ড্রাগ গুলো কিভাবে ওজন কমাতে সাহা্য্য করে। ++ অ্যান্টি ডায়াবেটিকস ড্রাগের মধ্যে বায়গুয়ানাইডস এর কথা প্রথমে আসে। Galega officinalis (French lilac) নামের একটা প্লান্ট থেকে বায়গুয়ানাইডসের লিড মোলিকিউলটা আসে, ১৯২০ সালের আগে এই গাছের এক্সট্রাক্ট শত বছর ধরে ব্যবহার করে আসা হচ্ছিলো, কিন্তু ইনসুলিনের আবিষ্কার এই গ্রুপের ড্রাগ মলিকিউল মেটফরমিনকে প্রায় ভুলায় দিয়েছিলো।

বায়গুয়ানাইডস দুই ভাবে কাজ করে,১। এটা লিভারে গ্লুকোজ তৈরির পরিমান কমায় দেয়, ২। টিস্যুতে গ্লুকোজ এর আপটেককে বাড়ায়। মেটফরমিনের গবেষণায় ভালো একটা রেসাল্ট হোলো এটা ওজন কমাতে সাহা্য্য করে। কিভাবে, তা খুজতে গবেষকরা দেখলেন এটা মাইটোকন্ড্রিয়ার কমপ্লেক্স ১ কে ইনহিবিট করে ফলে কোষের এএমপি/এটিপি র রেসিও বাড়তে থাকে, এমন এক কন্ডিশনে আমাদের কোষের এটিপি র সাপ্লাই বাড়াতে এএমপি কাইনেজ নামের এক এনজাইম একটিভেট হয়।

এএমপি কাইনেজ মাইটোকন্ড্রিয়াকে স্টিমুলেট করে এটিপি র সাপ্লাই বাড়ায়, ফলে গ্লুকোজ আর ফ্যাটি এসিডের মেটাবোলিসম বাড়ে। এখানেই কথা শেষ নয়, এই এএমপি কাইনেজ পিপার-গামা নামের আরেকটা প্রোটিনকে স্টিমুলেট করে। পিপার-গামা আদি চর্বি কোষ গুলোকে পূর্ণতা পেতে বাধা দেয়। কাজেই নতুন করে আর চর্বি কোষ তৈরি হতে পারে না। কাজেই এটা ওজন কমাতে সাহা্য্য করবে।

তবে মেটফরমিনের কিছু সাইড ইফেক্ট আছে, তা হোলো ব্লাড গ্লুকোজ খুব কমে যেতে পারে। ++ এএমপি কাইনেজ কে টারগেট করে একটা নতুন মোলিকিউল ডেভিলপ করা হয়েছে , নাম হলো আইকার। এই মোলিকিউলটা ডাইরেক্টলি এএমপি কাইনেজ কে এক্টিভেট করে। এর ক্লিনিক্যাল কাজ এখনও গবেষনার টেবিলেই আছে। ++ পিপার-গামা নামের প্রোটিনের (এটা ফ্যাট টিস্যুতে বেশি থাকে) ফ্যাটি এসিড মেটাবোলিসম এবং এডিপোসাইট ডিফারেন্সিয়েশানে বাধা দেয়ার কাজের জন্য এর একটিভেটর মোলিকিউলের খোজ শুরু হয়।

ফেনোফাইব্রেট আর থায়াজোলিডাইনডাইওন এই রকম দুই গ্রুপের ড্রাগ। দুইটাই পিপার-গামা প্রোটিনকে এক্টিভেট করতে পারে। Japanese pharmaceutical company Sankyo থায়াজোলিডাইনডাইওন কে প্রথম ডেভিলপ করে। থায়াজোলিডাইনডাইওনের বড় অসুবিধা হলো এই গ্রুপের ড্রাগ গুলো ইডিমার (পানি জমা) জন্য দায়ী। এছাড়া Rosiglitazone , রিস্ক ফর হার্ট ফেইলর, Pioglitazone, risk of bladder cancer, Troglitazone, drug-induced hepatitis জন্য দায়ী হতে পারে।

Belgian corporation, Solvay S.A পরে একুয়ারড বাই Abbott Laboratories, ফেনোফাইব্রেট ডেভেলপ করে। এটাও সাইড ইফেক্ট মুক্ত নয়, একটা side effect known as rhabdomyolysis (serious breakdown of muscle). hepatitis or cirrhosis of the liver severe kidney disease; or gallbladder disease এর ক্ষেত্রে ফেনোফাইব্রেট নেয়া যাবে না। পরবর্তিতে আমরা দেখবো ন্যাচারাল প্রডাক্ট গুলো আমাদের ওজন কমাতে কিভাবে সাহা্য্য করতে পারে। গত পর্বের লিনক সহজ মেদভুড়িনামা: সমাধান পর্ব ১ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।