আমাদের কথা খুঁজে নিন

   

২য় বিশ্বযুদ্ধ ভিত্তিক গেমস.....।

২য় বিশ্বযুদ্ধ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ২য় বিশ্বযুদ্ধ ওপর ভিত্তি করে তৈরী হয়েছে অনেক মুভি যেগুলো পছন্দের তালিকায় রয়েছে অসংখ্য মুভি প্রেমিকের। আমি নিজেও এই দলে। আর আমার এই আগ্রহর শুরু কম্পিউটার গেমস এর মাধ্যমে। কম্পিউটার গেমসে আমার হাতেখড়ি Call of duty দিয়ে।

এরপর অসংখ্য গেমস খেলেছি। কিন্তু ২য় বিশ্বযুদ্ধ ভিত্তিক গেমসগুলো অন্যান্য গেমসের চেয়ে এখনো ভালো লাগে। আমি এখানে আমার খেলা গেমস গুলো শেয়ার করেছি। 1) Call of duty 1 2) Call of duty 2 3) Call of duty 3 4) Call of duty 5 World at war 5) Brothers in Arms: Earned in Blood 6) Brothers in Arms: Hells Highway 7) Brothers in Arms: Road to Hill 30 8) Medal of Honor: Allied Assault 9) Medal of Honor: Pacific Assault 10) Medal of Honor: Airborne 11) Commandos: Behind The Enemy Lines 12) Commandos: Beyond The Call of Duty 13) Commandos: Men of Courage 14) Commandos: Destination Berlin 15) Commandos: Strike Force 16) Death to Spies 17) Death to Spies: Moment of Truth 18) BattleStrike: Force of Resistance 19) BattleStrike: Shadow of Stalingrad 20) Crimes of War 21) Sniper Elite: v2 এগুলো ছাড়াও ২য় বিশ্বযুদ্ধ নিয়ে আরও অনেক গেমস বের হয়েছে। এখানে আমি শুধু আমার খেলা গেমস গুলো শেয়ার করেছি।

এগুলোর মধ্যে Commandos 1,2,3,4 ছাড়া বাকি সবকটি FPS গেমস। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।