আমাদের কথা খুঁজে নিন

   

মি: প্রেসিডেন্ট!

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... মি: প্রেসিডেন্ট, হ্যা আপনাকেই বলছি। বাংলাদেশের ২০তম প্রেসিডেন্টতো আপনি হচ্ছেন নাকি! ওয়ার্ম কনগ্রাচুলেশন। । উদার মাইন্ডেড, নিরপেক্ষ, সুশীল, স্পষ্টবাদি, ক্ষেপে লেগে রেগে যান, আবার নিজেই নিজের রাগ প্রশমন করেন। ।

গল্পপটু, রসিক, পুরোদস্তুর রাজনীতিক, সাদামাটা, নিরাহংকার, প্রানোচ্ছল, যথেষ্ট বুদ্ধিমান ইত্যাদি যতো গুন আছে সবই আপনার। । স্যালুট, স্যার। । দেশ একজন চতুর ও বহুমাত্রিক গুনের অধিকারী রাষ্ট্রপতি পেতে যাচ্ছে।

। সুস্বাস্হ্য ও মঙ্গল কামনা করছি আর সেই সাথে বিতর্ক যেন আপনাকে ছুতে না পারে তাও বলে রাখছি। । ১৯৯৬ সালের সংসদে প্রশ্নোত্তর পর্বের একটা ঘটনা মনে পড়ছে। সেই সময় আওয়ামী এমপি ড: হামিদা বানু শোভা, তার নির্বাচনী এলাকা পঞ্ঝগড়ের বোদা থানার পানি ক্রাইসিস নিয়ে সংসদে বলতে ছিলেন:" মাননী স্পিকার আপনি জানেন আমার নির্বাচনী এলাকা বোদা'য় পানি নাই"।

উত্তরে স্পিকার সাহেব বলেছিলেন" মাননী সংসদ সদস্য আপনি উত্তেজিত হবেন না খুব শীঘ্রই আপনার বোদা'য় পানির ব্যবস্হা করা হবে"। এ কথা শুনে সংসদে হাসির রোল পড়েছিল। জ্বি আজকের প্রেসিডেন্ট সেই মহারসিক স্পিকার। । সদ্য হাস্যজ্জ্বল।

। এ মানুষটার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।