পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! এক বার একটা লোকের বউ মারা গেছে -- গ্রামের মানুষ বুঝিয়ে শুনিয়ে ঐ লোককে বিয়ে দিয়ে দিলো -- পরের বছর ঐ লোকটার গরু মারা গেল - লোকটি কাদঁতে থাকলো -- কিন্তু কোন মানুষই তাকে গরু কিনে দিবার ব্যবস্থা করলো না -- মোরাল স্টোরিঃ এইরকম দেশে বউ মারা গেলে বউ পাওয়া যায় -কিন্তু গরু মারা গেলে গরু পাওয়া যায় না - তাই গরুর জন্য দুঃখবোধ জম্মায় বউ এর জন্য নয় !!! হাহাহাহা কি শিখলেনঃ গ্রামীন ব্যাংক যুক্তরাষ্টের কাছে গরুর মতো ---হাহাহহা (এইডা নিছক কৌতুক মাত্র ) বকা সহমত -নিজ দায়িত্বে দিবেন -- বকা দিলে বকা খাইবার চান্স আছে তাই বকা পরিত্যাজ্য !! ( অনেক আবাল কয় দালালী আমেরিকার -- দালালী করতে হইলে সিংহের দালালী করাই ভালা বলদ (ইন্ডির ) এর নহে ) ও আল্লাহ সব পয়েন্টে বকা খাইবার চান্স ... (দুঃখিত আমার বিন্দু মাত্র যোগ্যতা নাই এই প্রতিষ্টান বা এই ব্যাক্তিকে নিয়ে সমালচনা করার --এইদা শুধু বিনুদুন মাত্র )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।