আমাদের কথা খুঁজে নিন

   

আজ রাতে বাংলাদেশের সুপারম্যানকে দেখা যাবে, হেহে, ব্যাপক বিনোদন, না দেখলে মিস

হেহে, বাংলাদেশের সুপারম্যান, ব্যাপক বিনোদন পাওয়া যাবে মনে হচ্ছে। হাসির নাটক হিসেবে বানাইসে মনে হইতাসে । উপরে দেখুন সুপারম্যান নাটকের দৃশ্য। চ্যানেল আইতে আজকে রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। রচনা তানভির এবং পরিচালনায় মেজবাউর রহমান সুমন।

অভিনয়ে কুসুম শিকদার, এ কে আজাদ প্রমুখ। ইদানীং দেখতেসি এই কুসুম শিকদার নামক কুখ্যাত এবং ব্যাপক সাড়া জাগানো( !! লাল টিপ দ্রষ্টব্য ) অভিনেত্রীকে সব ব্যাপক বিনোদন মার্কা নাটকে নেয়া হচ্ছে। তা কে কে দেখবেন হাত পা যা আছে সব তুলে ফেলুন আপডেট: যেটা ভেবে নাটক দেখতে গেলাম, এখন গিয়া দেখি অন্য কাহিনী দেখায়। পরে আর দেখি নাই। শুনলাম যে নাটক নাকি সিরিয়াস বিষয় নিয়া, বেশ ভাল হইসে বলল কয়েকজন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।