আমাদের কথা খুঁজে নিন

   

man vs wild এর BEAR GRYLLS

discovery channel এর জনপ্রিয় অনুষ্ঠান man vs wild এর presenter BEAR GRYLLS । তার পুরো নাম EDWARD MICHAEL BEAR GRYLLS । জন্ম: ৭ জুন, ১৯৭৪(UK) পেশা: লেখক, টেলিভিশন প্রেজেন্টার, চিফ স্কাউট । ১৬মে ১৯৯৮ সালে বিয়ার মাত্র ২৩বছর বয়সে সর্বকনিষ্ট ইংরেজ হিসেবে এভারেস্টে পা রেখে বিশ্বরেকর্ড করেন । মার্চ ১৯৯৭ তে বিয়ার ব্রিটিশ আর্মি তে যোগদান করেন ।

এর আগে ৩বছর তিনি ব্রিটিশ এয়ারফোর্সে ছিলেন । ২০০৪ সালে তিনি Lieutenant commander সম্মানে ভূষিত হন । ২০০৬সালে বিয়ার প্রথম জনপ্রিয় টিভি সিরিজ man vs wild শুরু করেন । এই সিরিজের বর্তমান দর্শক সংখ্যা ১.২ বিলিয়নেরও বেশি । বিশ্বের বিভিন্ন দেশে প্রতিকূল পরিবেশে এই সিরিজের ৬৮ টি এপিসোড বের হয়েছে ।

১৭মে ২০০৯সালে বিশ্বের ২৮মিলিয়ন স্কাউটদের মধ্যে বিয়ার কে চিফ হিসেবে ঘোষনা করা হয় । তিনিই এই পর্যন্ত সর্বকনিষ্ট চিফ স্কাউট হিসেবে নিয়োগ পেলেন । এছাড়াও বিয়ার ১০টি বই লিখেছেন । ব্যাক্তিগত জীবনে বিয়ার তিন সন্তানের জনক । ২০০০সালে তিনি shara grylls কে বিয়ে করেন ।

-সংগৃহিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।