আমাদের কথা খুঁজে নিন

   

এক জন বেশ্যার ঈদ উদযাপন ও তার গোপন কষ্ট

হা আমি একজন ব্যাশা আমি খারাপ কিন্তু তার পরেও আমার পারসনাল একটা জীবন আছে হয়তো আমার উপার্জন বৈধ নয় তারপরও বাচঁতে চাই বাচাঁতে চাই আমি ও আমার পিতাহীন সন্তানকে কারন সেও আমার দেহের অংশ তার প্রতিও আমার ন্যাচারাল সন্তান বাত্‍সল্য নামক লালন কাজ করে ইচ্ছে করলেই আমি এসব অস্বীকার করতে পারিনা । ভেবেদেখুন পেশার দিকদিয়ে নয় সমাজে মানুষ হিসেবে আমিও আপনাদেয় মত । হয়তো আমাকে পৃথিবীর সবচেয়ে খারাপ চোঁখে দেখা হয় কিন্তু আমার চেয়ে কি তারা খারাপনা যারা আমাদের মত নারীদেহ ভোগ করার জন্য অহরহ আসছে । আপনার মত সুশীল সমাজের পরিবার থেকেইতো আসছে তারা । যাদের দেহের খুদা আমরা মিটিয়ে থাকি নইলে সমাজে ইভটেজিং ধর্ষন খুন ইত্যাদি সহ সবরকম সমাজের চেইন সিস্টেমের অবনতী সহনিয় মাত্রায় থাকতোনা ।

আমার কথা খারাপ লাগতে পারে আপনাদের তবুও বলি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে বাচঁতে চাই আমি না হয় ফুরিয়ে গেছি কিন্তু আমার পিতৃনামহীন সন্তাদের কি দোষ তাদের আজ ঈদে কিছু দিতে পারিনি কারন তেমন গ্রাহক পাইনাই । ঈদ উপলক্ষ্যে ব্যবসা ভালো হয় তাই ঈদে টাকা কামায় ঈদেরপর আমরাও ঈদ পালন করবো । এই জগতে আমি যেভাবেই আসিনা কেন সেটা আর আমার কাছে কষ্টকর বা দুর্ভাগ্য মনে হয়না তবে এই জগতে থেকে সুশিল সমাজের অনেক ভদ্রমানুষকে চিনা হল যা আমাকে ইনিস্পায়র দেয় জীবনটাকে এরা সুশীল সমাজের মানুষ হয়ে এমন হতে পারলে আমিতে অশ্লীল সমাজে থেকেও ভালোই আছি । তারা দুসমাজেই সম্মনয় করে সন্মান নিয়ে বেচেঁ আছে কিন্তু আমাদের সমাজে কোন সিকৃতী দেয়া হয়না আমরা সবসময় ঘৃনিত । আমিও জানি আমাদের এ জগত অনেক খারাপ এখানে ভালো বলে তেমন কিছু জীবনে পাইনি আমি চাইনা এখানে কেউ আমাদের মত নির্জীব হয়ে বেচে থাকুক ।

মানুষ বেচেঁ থাক মানুষের মত । আপনারাও বেচেঁ থাকুন সর্বচ্চো সুখ আর সন্মান নিয়ে । হয়তো আপনাদের মত অবস্থায় আমি থাকলেও আপনাদের মত করেই ঘৃনা করতাম এই আমাদের । এভাবেই মনের কথা ব্যাক্ত করলো একজন স্বল্প শিক্ষীত বেশ্যা নারী । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।