আমি সত্য জানতে চাই
২১শে আগষ্ট ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরকে বাধাগ্রস্ত করতে এবং শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সামাবেশে ঘাতকরা সুপরিকল্পিত ও ঘৃন্য গ্রেনেড হামলা চালিয়ে বীভৎসময় মৃত্যুপুরীতে পরিনত করেছিল। সেই বিভীষিকাময় ঘটনায় আহতদের বিড়ম্বনার শেষ হয়নি আজও।
এই পৈশাচিক হামলায় প্রাণ হারিয়েছিলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভী রহমান সহ চব্বিশ জন। আর আহত হয়েছিলেন প্রায় ৪০০ নেতা কর্র্মী । এদের অনেকেই এখনও শরীরে গ্রেনেডের বিষাক্ত স্পিন্টার বয়ে বেড়াচ্ছেন।
২১শে আগষ্টের এই হামলায় নেপথ্যেও যারা রয়েছেন তাদেও মধ্যে চারদলীয় জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু অন্যতম। এই নৃশংস হত্যাকান্ডের পরিকল্পনাকারী এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা দেশবাসীর সময়ের দাবী। তা না হলে আবারও দেশে নাশকতা কাজে জড়িয়ে পড়বে এসব নষ্ট মানুষরূপী হায়েনাদের দল। বিগত ৮ বছর যাবৎ স্বজন হারানোর বেদনাকে ধারণ করে সেই নারকীয় হামলার বিচার দেখবার জন্য প্রত্যাশার দীর্ঘ প্রহর গুনছে বাঙ্গালী জাতি। আমরা প্রত্যাশা করি দ্রুততম সময়ের মধ্যে এই পৈশাচিক হত্যার বিচার করে জাতি কলংকিত মুক্ত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।