আমাদের কথা খুঁজে নিন

   

'বাঘ নাই বনে শিয়াল রাজা' না 'মাথা-কাটা মুরগির মত দিশেহারা' - আপনিই বলেন!

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমস্যা বিশ্ব-পাড়ায় এক ভয়ংকর চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। পূর্ব পশ্চিমের সব প্রভাবশালী রাষ্ট্রগুলো - এমন কি আমাদের তথাকথিত মিত্য দেশসহ অনেকেই বাংলাদেশের দাঙ্গাহাঙ্গামাপূর্ণতা পরিস্তিতির ব্যাপারে সংকিত ও উদ্বিগ্ন। দেশের সব মানুষের অবস্হা এখন শোচনীয়। আমরা দেশের মানুষেরা অনেক কিছুই দেখেছি। কিন্ত 'আরব স্পিরীংয়ের' স্বপ্ন দেখিয়ে 'বাংলার কশাইখানার' বাস্তবতা সবাইকে হতাশ করেছে বল্লে অনেকটাই বাকি রয়ে যাবে! খুন, ঘুম আর সরকারী সন্ত্রাসের দ্বাবানলে সব পুড়ে ছাই! একদল আরেক দলের উপর কাদা ছুটাছুটি; দেশের অর্থের লুটালুটি - আরো কত কি! দেশের মানুষের মুখে ভাত নাই, শরীরে বস্ত্র নাই, মাথা পাতার ঠাই নাই - আর লক্ষ-কোটি টাকা আত্নসাৎ করছে সরকারী মন্ত্রী-মিনিস্টার আর তাদের 'প্রিয়' জনেরা।

সরকারী দূষন, শোষণ আর নিপীড়ণ এমন যে যারাই মূখ খুলে তাদেরকে জেলে বা রিমান্ডে নেয়া হচ্ছে - কোন দোষ ছাড়া-ই। সরকারের মতো বিরোধী দলও বলে একটা করে আরেকটা; হরতাল; যানঝট; স্বার্থের লড়াই; অকারণে একের পর আরেক কর্মসূচী। বাংলাদেশের জনজীবন এখন বিপন্ন। দেশের অগ্রগতিকে ধংসের দিকে টেলে দেয়া হচ্ছে। এই ধংসের জন্য দায়ী কে? এব্যাপারে অনেকেরই অনেক মত।

আমার মতে এইসবের জন্য দায়ী একমাত্র সরকার। 'বাঘ নাই বনে শেয়াল রাজা' প্রবাদটা অনেক শুনেছি কিন্ত নমুনা তেমন একটা দেখার সুযোগ বা ভাগ্য হয়নি আগে যতটা দেখেছি বিগত তিন মাসে। এই আযোগ্য সরকারের দূর্বলতার কারনে আমাদের সোনার বাংলাদেশ এখন আফগানী রনক্ষেত্রে পরিণত হবার উপক্রম। যে না সে এখন সরকারের মত করেই বিভিন্ন হুমকি দিচ্ছে। আর সরকার 'মাথা-কাটা মুরগির' মত দিশেহারা।

সরকার নিজেতো মরবেই - সাথে দেশটাকেও মারবে। বলেনতো এ অবস্হায় আমাদের করণীয় কি?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।