আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com সবাইকে ঈদ মোবারক।
সকালে গুরি গুরি বৃষ্টির মধ্যে ঈদের নামাজ শেষে বাসায় এসে দেখি মোবাইলে অনেকগুলো শুভেচ্ছা এসএমএস, তার মধ্যে একটি দেখি ফ্লেক্সিলোড এসএমএস। আমি গতকালই ফ্লেক্সিলোড করেছি যাতে অন্তত তিনদিন চলে। সকালে আসা এসএমএস ওপেন করে দেখি অনেক টাকার এসএমএস, সাধারনত আমি যে পরিমান টাকা ফ্লেক্সিলোড করি তার ১২ গুনের একটু বেশী। কে পাঠালো এতগুলো টাকা?
প্রতিবছর আমার জন্মদিনে আমার বোন ঢাকায় না থাকলে এবং কিছু না দিতে পারলে মোবাইলে ফ্লেক্সিলোড পাঠায়, তবে এত টাকা না।
আগে কিছু বলে না, ফোন করে কনফর্ম হতে হয়। আজ সে ঢাকায়। এবারও তাকে ফোন করলাম, সে বলে নাতো আমি পাঠাইনি। কে পাঠালো এতগুলো টাকা?
কেউ যদি ঈদ সালামি পাঠিয়ে থাকে, তবে তো পৌষমাস। আর যদি ভুলে এসে থাকে তাহলে তো মাথায় বারি, টাকা ফেরত দিতে হবে।
ধান্ধায় রয়ে গেলাম। দাতার সন্ধান জানার কোন উপায় কারো জানা থাকলে পরামর্শ দেন।
আপডেট: সকাল ১০:৪৩ মি.
কাস্টমার কেয়ারে ফোন দিলাম, আমার ১২টাকা খেয়ে ফেলল। তারা বলে যে টাকা পাঠিয়েছে, সে যোগাযোগ না করলে জানার আর কোন উপায় নেই।
আমাদের এখানে এ তথ্য থাকে না।
আপডেট: বিকেল ০৩:১৫ মি
এখন পর্যন্ত কেউ ফোন দেয় নাই এবং আমিও কাউকে খুঁজে পাইনি। অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি।
আপডেট ২১/০৮/২০১২: সকাল ১০:৪৫ মি
এখন পর্যন্ত রহস্যই রয়ে গেল।
আপডেট: ২৭/০৮/২০১২ রাত ১০:৫৫ মি[/sb
এখনও কিছু জানা গেল না, কি করব বুঝতে পারছি না।
আপডেট: ২৯/০৮/২০১২ রাত ১০:০০ মি
অবশেষে আজ টাকার হদিস পাওয়া গেল, এ টাকা এখন আমি ব্যবহার করতে আর কোন দ্বিধা রইল না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।