আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মুবারক উইথ এ কমপ্লিট ঈদ ম্যাগাজিন

inside you're ugly ugly like me ঈদ মোবারক লেখা পুস্ট দ্যাখতে দ্যাখতে আমি পুরাই বিরক্ত। বিরক্ত থাকলে সিষ্টেম ঠিকমত কাম করে না। তাই নিজেও ঈদ মোবারক লিখে একটা পুষ্ট দেওয়ার সাধ জাগিল কিন্তু পরে ভাবলাম নাহ বিরক্তির পরিমান বাড়ানো ঠিক হইবে না। তাই একখানা ব্লগ ম্যাগাজিন লইয়া হাজির হইতে মুন্চাইল। একটা আলাদা বিরক্তি না দিয়া বিরক্তির কমপ্লিট প্যাকেজ দেওয়ার চেষ্টা।

চাইলে কি না হয়। তাই আপনেরাও আওগাইয়া আহেন। কোনু ভুল হইলে নিজগুনে ক্ষেমা করিতে বিজ্ঞ ব্লগারের যেন আজ্ঞা হয়। তাহলে শুরু করলাম ব্লগ ম্যাগাজিন। ম্যাগাজিনের শুরুতেই থাকবে সূচিপত্র বাট এখানে যেহেতু এক পেইজে কাম শ্যাষ তাই আমরা এই ঝামেলায় গেলাম না।

ম্যাগাজিনে কবিতা একটি অপরিহার্য একটা বিষয়। থাকবেই। কবিতা জিনিসটা আমার কাছে এক বিরাট রহস্য। আর এখনকার দিনের কবিতাগুলা তো আরো বিষ্ময়কর। ত্রিমাত্রিক চতুর্মাত্রিক আরো কি হাবিযাবি।

তাও কবিতা থাকবেই। গল্প থাকতে পারে। ছোট গল্প বা বড় গল্প। কিন্তু যেহেতু এইটা ব্লগ ম্যাগাজিন এখানে বড় গল্প থাকবে না। থাকবে ছোট গল্প ।

অনুগল্পও থাকতে পারে। ব্লগারের একসেপ্টেন্সের উপরে নির্ভর করে। থাকবে রম্যগল্প । অথবা স্যাটায়ারও থাকবে। সম্পূর্ন বিষয় নির্ভর করবে আপনার নিজের উপর।

যেহেতু আপনার ব্লগ আপনার খেয়াল খুশিই প্রাধান্য পাবে স্বাভাবিক। তবে নিজের ব্যাপারে যেহেতু কনফিডেন্স কম তাই ব্লগের উপরে ঝুলাইয়া দিতে পারেন বাড়ী কুমিল্লা বর্তমানে নোয়াখাইল্লা সো গালাগালি খেয়াইল্লা(খেয়াল কইরা)। দুই একটা জোকস থাকতে পারে তবে অতিরিক্ত এডাল্ট না হওয়াই ভালু। তয় আজকাল প্রথম আলুর ম্যাগাজিন দেখলে মনে হয় এডাল্টেও প্রবলেম নাই। যেকোন একটা ফিচার থাকতে পারে।

দেশ এখন ডাস্টবিনের চেয়েও বিকট পুতিগন্ধময় এই টাইপের আলোচনা সম্বলিত একটা লেখা। যেকোন একটা সমস্যা বাছাই কইরা মাতাররক একখান লেখা থাকবে। ধাধা থাকতে পারে। এইটা পাঠকদের সাথে এক প্রকারের দুষ্টামির মত। কেউ কেউ ধাধা পড়ে গালিও দিতে পারে।

তবে সম্ভাবনা কম কারন প্রফাইলে এন্টিগালি থ্রেট সম্বলিত দুইটা লাইন থাকবে। ধাধা কিন্তু ১৮ প্লাস । খিয়াল কইরা। কোন বিখ্যাত ব্যাক্তির সাক্ষাতকার লোকজন গভীর মনোযোগ দিয়া পড়ে। কিন্তু আমি নিজেরে খুব একটা বিখ্যাত মনে করতে পারতাছিনা তাই সাক্ষাতকার অংশ কেটে বাদ দিলাম।

বাচ্চাদের একটা সেগমেন্ট থাকতে পারে। এখানে থাকবে ছোট্টসোনামনিদের জন্য ছড়া। কিন্তু এখানে যেহেতু ছোট্টসোনামনিরা থাকবে না তাই বড়সোনামনিদেরকে কিছু ছড়া গিলানোর ব্যবস্থা করা যাইতেই পারে। রান্ধাবারা বিষয়ক পুস্ট থাকবে। না না থাকবে না।

যদি থাকে তাসলে আপুদের ব্লগ ম্যাগাজিনে থাকতে পারে। ভ্রমন কাহিনী বিষয়ক একটা লেখা থাকবে। সেখানে লেখকের ও তার পরিবারের পিছনে দর্শনীয় স্থানের অশ্টআশি ভাগ ঢাকা পরে আছে এমন একটা ছবি থাকবে। কিন্তু আমার ম্যাগাজিনে কোন ভ্রমন কাহিনী থাকবে না। বাই দ্যা ওয়ে কালকে উত্তরবঙ্গের দিকে যাইতাছি কেউ গেলে আওয়াজ দিবেন।

আরে ভুলেই গিয়েছিলাম একটা উত্‍সর্গপত্র থাকতে পারে। যেহেতু ব্লগ তাই এই জিনিসে মডুদের ব্যাপারে হাইলি পজিটিভ কিছু কথাবার্তা থাকতে পারে। ম্যাগাজিন শ্যাঁষ। যারা এই পর্যন্ত অসীম ধৈর্য নিয়ে আসতে পেরেছেন তাদেরকে এবং যারা আসতে পারে নি তাদেরকেও জানাই ঈদের শুভেচ্ছা। এবং সেই সাথে ঈদের এই আনন্দের দিনে যারা নিজ দেশ ছেড়ে শুধুমাত্র ঈদের ছুটি কাটানোর জন্য দেশের বাইরে অথবা নিজ বাড়ী ছেড়ে, প্রতিবেশীদের ছেড়ে কক্সবাজার টেকনাফ গিয়ে বসে আছেন তাদের প্রতি রইল একরাশ ঘৃনা।

বিঃদ্রঃ আপনার ব্লগ ম্যাগাজিনে অন্য কারো পোস্টের লিংকু রাখিতে পারিবেন না। দেখেনতো মিলাইয়া আপনার লেখাগুলা দিয়া একটা ম্যাগাজিন হয় কি না? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।