"এক ষ্টেশনের টিকেট কেটে অন্য কোন স্টপেজে নেমে পড়া আমার আজন্ম স্বভাব" ইয়াহু মেসেন্জার : ahmed_wpsi@yahoo.com যতদূর মনে পড়ে আমার জীবনে প্রথম পড়া বইটি একটি শিশুতোষ গল্পের বই ছিল। আমি তখন ক্লাস টু-তে পড়ি, সবে মাত্র ভাল করে রিডিং পড়তে শিখেছি। সে সময় মেজোভাবী আমাকে দু'টি বই উপহার দেন। জীবনের প্রথম উপহার-ও সম্ভবত ঐ বই দু'টি। আমার জীবনের অনেক প্রথম এবং অনেক ভালো কিছুর সাথে আমার মেজোভাবী জড়িত।
এ জীবনে আমি উনারঁ কাছে খুব বেশী ঋণী। আল্লাহ মেজোভাবীকে হাজার বছর হায়াত দান করুক। যাহোক, উনাঁর গল্প আরেকদিন করা যাবে।
ধূসর স্মৃতিতে যতটুকু মনে পড়ে দুটি বই-ই কবি আল মাহমুদের লেখা ছিল। একটি ছড়ার বই (খুব সম্ভবত: "নোলক") অপরটি গল্পের।
গল্পের বইটির নাম ছিল----"আড়ি ভাঙ্গার দিন"। । ।
দু'জন শিশু বন্ধুর ঘটনা। কোন একটি বিষয় নিয়ে দুজনের ভেতর মনোমালিন্য হয়।
তারপর দীর্ঘদিন তাদের কথা বলা বন্ধ থাকে। এতে করে দুজনেই ভীষণ কষ্ট পায়। এরমধ্য ঈদ আসে। ঈদের নামাজের ময়দানে নামাজ শেষে কোলাকুলি করার সময় হঠাৎ এক বণ্ধু আরেক জনের বুকের ভেতর জড়িয়ে ধরে। তাদের মধ্য আবার পূর্নমিলন হয়।
আবছা স্মৃতির আলোতে গল্পটির সারমর্ম অনেকটা এরকম।
বইটি পড়ে আমার খুব-ই ভালো লেগেছিল। এখন বড় হয়ে বুঝি আসলেই ঈদ পূর্ণমিলনের দিন তথা আড়ি ভাঙ্গার দিন। এই দিনে সকল কলুষতা ও বিভাজন থেকে মুক্ত হয়ে শান্তির বর্ষণে ভিজে যাবার একটা বড় সুযোগ আমাদের কে হাত ছানি দেয়। খুব নগন্য কোন কারণে বা টুকরো না পাবার অভিমানে মনকে বিভাজিত না করে আমরা সবাই যদি একে অপরকে বুকে টেনে নিতে পারি তবে সেটাই হবে ঈদের পরম এবং সত্যিকারের শিক্ষা।
মহান আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ে শুভ চিন্তা করার তৌফিক দান করুক। ঘুচে যাক পৃথিবীর সকল প্রকার বিভেদ, ধুলোর ধরণীতে বিরাজ করুক স্বর্গের সুখ প্রবাহ।
সবাই কে ঈদের শুভেচ্ছা। । ।
। । । । ।
। । । । ।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।