আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মুবারাক আসসালাম! সাধনার পরে এসেছে প্রভাত খুশির জোয়ার নিয়ে, ভাগ করে তাই সবাই নিলাম কাঁধে কাঁধ রেখে। আপনার পরিবারেরর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারাক।

আজ ঈদ, বাংলার ঘরে ঘরে আনন্দ। আসুন এই আনন্দ ভাগ করে দেই সকল অনাথ দু:খীদের মাঝে । ফি্তরা অবশ্যই যেনো খাদ্যবস্তু দেয়া হয় সেটা খে য়াল রাখুন। প্রভাতে ঈদে র নামাযে র আগে অবশ্যই ফি তরা দে য়া চাই। যাকাতে র টাকা আপনার ভাই গরীব থাকলে গোপনে তাকে ই দি ন, যে নো পরবর্তী বছর তারও সামর্থ হয় যাকাত আদায় করার। যাকাত অনে ক কে ভাগ করে না দি য়ে একজন কে দিন যাতে পরবর্তী বছর ওই ব্যক্তি যাকাত গ্রহনে আর উপযুক্ত না থাকে । এভাবে ই বাংলা আমার সোনার বাংলায় রূপন্তরি ত হতে পারে যদি আমরা চাই। ধন্যবাদ সবাইকে । ঈদ মুবারাক সবাই কে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।