সুখ সেতো অধরা; ভালো করেই জানি, মর্ত্যলোকে ঘুড়ে বেড়াই আমি অভিমানী।
১। খুব ভোরে ঘুম থেকে উঠা।
২। মেছওয়াক করা।
৩। গোসল করা।
৪। সর্বোত্তম কাপড় পরিধান করা।
৫।
আতর-সুরমা লাগানো।
৬। ঈদগাহে যেয়ে ঈদের নামাজ আদায় করা।
৭। ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি কিছু খাওয়া।
৮। তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া। ( তাকবিরঃ اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
- (আল্লাহু আকবার,আল্লাহু আকবর। লা ইলাহা ইল্লাল্লাহু - ওয়াল্লাহু আকবর- আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ )
৯। পায়ে হেটে ঈদগাহে যাওয়া।
১০। এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা।
১১। ঈদের খুতবা শ্রবণ করা।
১২।
দোয়া ও ইস্তেগফার (তওবা) করা।
১৩। মুসাফাহা ও মুআনাকা করা (মুসাফাহা= পরস্পর দুই হাতে হাত মেলানো , মুআনাকা = কোলাকুলি )
১৪। ফিতরাহ দেয়া।
১৫।
ইয়াতীম ও অভাবীকে খাবার খাওয়ানো।
১৬। আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নেয়া।
১৭। প্রতিবেশীর খোঁজ-খবর নেয়া।
১৮। আনন্দ প্রকাশ করা।
[ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে সুস্থ বিনোদনের সুযোগ রয়েছে। উম্মুল মুমিনীন আয়েশা রাদি আল্লাহু আনহা বর্ণনা করেন : ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আমার ঘরে আগমন করলেন, তখন আমার নিকট দুটি ছোট মেয়ে গান গাইতেছিল, বুয়াস যুদ্ধের বীরদের স্মরণে। তারা পেশাদার গায়িকা ছিল না।
ইতোমধ্যে আবূ বকর রাদি আল্লাহু আনহু ঘরে প্রবেশ করে এই বলে আমাকে ধমকাতে লাগলেন যে, নবীজির ঘরে শয়তানের বাশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথা শুনে বললেন : মেয়ে দুটিকে গাইতে দাও হে আবূ বকর! প্রত্যেক জাতির ঈদ আছে, আর এটি আমাদের ঈদের দিন’।
(সহীহ আল বুখারী : ৯৫২) ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।