আমাদের কথা খুঁজে নিন

   

যে যায় লঙ্কায় সে হয় রাবন

ভালো লাগে সবই, যা ভালো তা তো অবশ্যই, যা মন্দ তা ও কারন মন্দ তো ভালোর প্রতিদ্বন্ধী্..... সম্ভবত ১৯৯৫ সালের বৈশাখে তখনকার বি এন পি সরকারের সমালোচনা করে একটি RAP গান লিখেছি, সুর করেছি এবং গেয়েছি আমাদের সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে। কিন্তু সরকার বদল হলে ও গানের কথাগুলোর প্রাসঙ্গিকতা পুরোনো হচ্ছে না । পড়ে দেখুন। গনতন্ত্রের নামে দিচ্ছে ধোঁকা এই গলাবাজ সরকার জনগনকে, মানবে না জনগন, আর এই প্রহসন মাশুল দিতেই হবে সরকারকে। সরকারী নেতারা তো সকলেই যান্ত্রিক নিজেরাই নিজেদের বলে গনতান্ত্রিক, বলি, গনতন্ত্র কি ছেলের হাতে মোয়া লাগাম না দিলে মুখে গদিটাই যাবে খোয়া। অর্থনীতির তারা বারোটা বাজাচ্ছে আমলারা দেশটাকে লুটেপুটে খাচ্ছে, কি জানি কী দশা হবে অবশেষে দেশটার এসবের মূলে ঐ উদ্ভট সরকার। শিক্ষাঙ্গনে দেখি লাগাতার সন্ত্রাস ছয় মাস খোলা থাকে, বন্ধ ও ছয় মাস পরীক্ষা নিয়ে তারা করে experiment আসলে করতে হবে তাদেরই treatment.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।