আমাদের কথা খুঁজে নিন

   

আজ ইবলিশ শয়তান এর মুক্তির রাত !!!!

চুশীলরা বাথরুমে যান .................... :-P রমজান এর ঐ রোজার শেষে এল খুশির ঈদ !!! ঈদ মুবারাক !!! মাগার ঈদের খুশিতে যারা লাফাইতেছেন তাদের জন্য একটা খারাপ খবর !! আজ ইবলিশ শয়তান এর মুক্তির রাত !!!! এক মাস বন্দি থাকার পর আজ ইবলিশ শয়তান মুক্তি পাইছে। মুক্তি পেয়েই কাজে নেমে পড়েছে। ইফতারি শেষ করে মাগরীবের নামাজ-এ যাওয়ার সময় রাস্তার পাশে এক বাড়িতে জোরে গান ছেড়েছে ...... 'এক থা টাইগার' মুভির গান " বাঞ্জারা বাঞ্জারা " ......!!! বাহ !! আইসা পড়ছে শয়তান ! নামাজ শেষে ঘরে ফিরে দেখি ছোট ভাই HBO ছাইড়া বইসা আছে। আমারে দেইখা চ্যানাল চেঞ্জ করল। এই পোস্ট লেখার সময় সামনের বিল্ডিং এর ৬ তালা থেকে "জিসম ২" এর গান ছাড়ছে।

ভয়ানক সাউন্ড । কিন্ত ঈদ দেইখা কিছু বললাম না। মাত্র কয়েক মিনিটে ইবলিশের এত এক্টিভিটি !!! সামনে আর কি কি ঘটতে পারে : * একটু পর নিচে নামলে দেখব কিছু ছেলে-মেয়ে একত্রে হাটছে। আবার কিছু মেয়ে হাটছে, আর তাদের পিছে পিছে কিছু ছেলে লাইন মারার চেষ্টা করছে !!! * রাত ৮ টার পর মেইন রোডে গেলে দেখব, রিক্সার ভেতর কপত-কপতির প্রেম। ছেলেটির চিপাটিপি...... মেয়েটির মোচাড়া-মোচড়ি !!! * ঈদের দিন বিকালে ছেলে-মেয়েদের নতুন পোষাক প্রর্দশনী।

সাথে গলায় ওড়না দেওয়া মেয়েদের 'হেড লাইট' প্রর্দশন !! আর ছেলেদের ঐ লাইটের আলোয় আলোকিত হওয়া !! * ঈদের দিন সন্ধার পর ধানমন্ডি লেক, গুলশান লেক ,রমনা পার্ক , সংসদ ভবন ইত্যাদি এলাকায় যুবক-যুবতীদের 'আদিম খেলায়' মেতে ওঠা। * রিক্সায় প্রেমতো আছেই !! আবারো সেই চিপাটিপি ......... মোচাড়া-মোচড়ি !!!!!! * এছাড়া আগামী কয়েকদিন নাওয়া খাওয়া ছেড়ে টিভিতে নাটক, সিনেমা, গান দেখা। ইবলিস আগামী কয়েকদিনে হয়ত গত এক মাসের গুনাহের কোটা পূরন করাবে। ইবলিসের আগমন রোধ করা সম্ভব না। সমাজে তার প্রভাব হয়ত রোধ করা যাবেনা।

তবে নিজের জীবনে ইবলিসের আগমনের প্রভাব কিছটা হলেও কমানো সম্ভব। আসুন সেই চেষ্টা করি। ঈদের শুভেচ্ছাতো আগেই জানালাম । এখন ইবলিসের মুক্তি উপলক্ষে একটা শ্লোগান দিয়া যাই ................. "ইবলিস শয়তানের আগমন, সামনে হোগা পিছে ধন" .........  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।