আমাদের কথা খুঁজে নিন

   

এখন আপনার মোবাইলকে বানিয়ে নিন ওয়াইফাই হটস্পট

পারিবনা পারিবরা এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার। আমি কিছুই পারিনা চেষ্টায় আছি কিছু পারার কিছু করার যদি খোদা থাকে সাথে। কেউ ফেবুতে ক্যাচাল করতে চাইলে fb.com/kalochita আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি।

আজ আপনাদের কাছে শেয়ার করবো কি ভাবে আপনার মোবাইলকে ওয়াইফাই হটস্পট বানাতে হই। আমি এর আগে পিসি থেকে কিভাবে ওয়াইফাই হটস্পট বানাতে হই দেখিয়ে ছিলাম । কিন্তু আমার কাছে কিছু মেসেজ আসছে যে মোবাইলকে ওয়াইফাই হটস্পট বানানো যাই নাকি ? তাই আপনাদের কাছে শেয়ার করতে বসে গেলাম । আমরা অনেকেই মডেম দিয়ে নেট ইউস করি কিন্তু সমস্যা হলো মোবাইল যতটুকু নেটওয়ার্ক টানতে পারে মডেম তা পারেনা মনে করেন মোবাইলে ৫০% নেটওয়ার্ক আছে কিন্তু মডেমে সেই জাইগাতে পাবে ১৫% নেট স্পীড ও কম আপনারা অনেকেই হারামির ফোন ইউস করেন , এই মডেমে কমন সমস্যা হলো ডিসকানেক্ট হয়ে যাওয়া আরো অনেক প্রবলেম যাইহোক । আপনারা যদি মোবাইলকে হটস্পট বানিয়ে নিন তাহলে আর এই ধরনের প্রবলেমে পরতে হবেনা ।

নেট ডিসকানেক্ট হবেনা , একসাথে অনেকেই ইউস করতে পারবেন , তারপর আপনি নিজের নামে করতে পারবেন হটস্পটের নাম , পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন , আপনি তাও দেখতে পারবেন কে কে কানেকশন নিয়েছে আপনার এখান থেকে , কতটুকো ব্যান্ডউইথ খরচ হয়েছে আপলোড কত টুকু হয়েছে ডাউনলোড কত টুকু স্পীড কত এই ধরনের ফিচার সমৃধ্য এক মোবাইল এপ্লিকেশন নিয়ে আসলো জইকো স্পট। আমি এখন পর্যন্ত কোন মডেম কিনি নাই এভাবেই ইউস করে যাচ্ছি স্পীডও মডেম থেকে দিগুন। সাইজ মাত্র ৩০০ কেপিবিএস । তাহলে চুলুন দেখেনি কোন কোন মোবাইলে সাপোর্ট করবে এবং কোন কোন মোবাইলে । Nokia S60 5800 XpressMusic 5530 XpressMusic E5 E51 E52 N95 8GB N97 N78 N79 E71 E72 C5-03 X6 C6 N95 E63 E55 E60 E61 E61i E65 E66 E73 E75 E90 N80 N81 N81 8GB N82 N85 N86 N91 N93 N93i N95 Americas N95 8GB Americas N96 N97 Mini 5630 XpressMusic 5730 XpressMusic X5 6710 Navigator 8800 Erdos Nokia Symbian^3 N8 E7 C7 C6-01 E6 X7 702T T7 Oro Nokia 500 Nokia 600 Nokia 700 Nokia 701 Nokia 603 808 Pureview Sony Ericsson S60 Satio (Idou) Vivaz Vivaz Pro আরো অনেক ফিচার রয়েছে বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল সাইট সাইজ: ৩০০ কেপিবিএস।

ডাউনলোড  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।