আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে যে খবর শুনতে চাই আর যে খবর শুনতে হয়

যে খবরগুলো ছাড়া ঈদ পূর্ন হয় না । যেমন- * আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। * আগামীকাল উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিএ ঈদুল ফিতর। * ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পৃথক পৃথক বানী দিয়েছেন। * রেল,বাস,লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়।

* রাজধানীর বিপনি বিতানগুলোতে জমে উঠেছে শেষ সময়ের কেনকাটা। * শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জামাত অনুস্ঠিত হবে। * ঢাকা এখন ফাঁকা। এই খবরগুলো আমরা প্রত্যেক ঈদেই কমবেশি শুনে থাকি। তবুও কেনো জানি বার বার শুনতে ইচ্ছা করে।

এই পরিচিত বাক্যগুলো মনে করিয়ে দেয় সামনে অপার আনন্দের দিন। কিন্তু কিছু খবর এমনও আছে যেগুলো আমরা আর শুনতে চাই না। তবুও শুনতে হ্য়: * জাকাতের কাপড় আনতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে চার জনের মৃত্যু। * ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু। * অতিরিক্ত যাএী বোঝাইয়ের কারনে লঞ্চডুবি।

* ঈদ উপলক্ষ্যে রাজধানীতে বেড়ে গেছে চুরি ও ছিনতাই। * ঈদকে সামনে রেখে বেড়ে গেছে সব রকম নিত্যপ্রয়োজনী্য় দ্রব্যের দাম। জানিনা আর কত ঈদ পরে "ঈদ" শুধুই আনন্দের খবর নিয়ে আসবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।