আমি অতীতের কথা বলেই বর্তমানকে সাজাই ভাবীকালের উপযোগী করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ প্রতি বছরই ফিরে ফিরে আসে ভিন্ন মাত্রা নিয়ে। স্থান, কাল ও পাত্র ভেদে ঈদের আনন্দেও রকমফের ঘটে বটে! তবে ব্যক্তির ভিতরে অনুভবের বিষয়টা হয়ত খুবই কাছাকাছি। তবু বৈষয়িকতার পরাকাষ্ঠে বাঁধা মানুষ মাত্রই চেষ্টার কমতি নেই। সুখ হয়ত এই চেষ্টাচরিতের মধ্যেই অন্তর্নিহিত।
সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখের সন্ধানে আত্মনিমগ্ন থাকুন এই প্রত্যাশা করি।
ফরাসী পর্যটক ফ্রাসোয়া বার্নিয়ার ১৬৬৫ ও ১৬৬৬ সালের আগে/পরে আমাদের ভুখন্ডে এসেছিলেন বেশ দুই/একবার। ইউরোপের সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেছিলেন, বঙ্গ মুলুক চালে-ডালে যেমন ভরপুর, তেমনি ভরপুর রয়েছে চিনিতে। সেসময়ে ইউরোপীয়ানদের মধ্যে একটা বহুল প্রচলিত প্রবাদ ছিল 'বাংলা রাজ্যে প্রবেশ করার জন্য রয়েছে শত দ্বার কিন্তু বেরুবার জন্য নেই একটিও। এই কথাটিকে শহুরে যাপিত জীবনে তুলনা করলে দেখা যায় সেখানে প্রবেশ ও বহির্গমনে শুধু একটাই পথ-দরজা।
অপরদিকে গ্রামের বাড়িতে বসে খেয়াল করে দেখলাম প্রবেশের রয়েছে অসংখ্য গলিপথ। কিন্তু মায়াজাল থেকে বের হওয়ার নেই একটাও পথ।
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।