আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মোবারক মডারেশন প্যানেল, ঈদ মোবারক সামহ্যোয়ার ইন ব্লগ

হুররে আজকে তো আমার ঈদ ই ঈদ!! আজকে এই ঈদের দিনে আমি ওয়াচ থেকে জেনারেল এ আসছি!! আহ কি যে আনন্দ লাগতেছে!! কাছের মানুষদের ছেড়ে এত দুরে একা ঈদ করার জন্য মন যেটুকু খারাপ ছিল তা একটু হলেও সামহ্যোয়ার ইন ব্লগ ভুলাতে সাহায্য করেছে থ্যাংকস মডারেশন প্যানেল, থ্যাংকস সামহ্যোয়ার ইন ব্লগ এবং এই ব্লগের সকল সদস্যকে! অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা- ঈদ মোবারক। আর আজকের এই খুশির দিনে আমার ঈদ ভাবনাটা সবার সাথে শেয়ার করলাম- *********************************************** আমার অনেক প্রিয় একটা কাজ ছিল সকালে ঘুম থেকে উঠে চায়ের ভিতর রুটি ভিজিয়ে ভিজিয়ে খাওয়া!! চায়ে চিনির পরিমান দুই থেকে তিন চামচের উপরে থাকত!! কিন্তু এই রোজার মাস আসলেই এই জিনিসটা খুব মিস করতাম!! খালি দিন গুনতে থাকতাম কবে রোজার মাস শেষ হবে আর সকালে উঠে চায়ে ভিজিয়ে রুটি খাবো!!! শেষ রোজার দিন অনেক গুলো ভালো লাগার মধ্যে এই একটা ব্যাপার অনেক আনন্দের ছিল!!! আবার রোজা শুরু হলে যে জিনিসটা খুব ভালো লাগত সেটা হচ্ছে ইফতারি! আর আমার ইফতারীর সবচেয়ে প্রিয় আইটেম ছিল জিলাপী, আলুর চপ!! শেষ রোজার দিন এই ইফতারির জন্য আবার মন খারাপ লাগা শুরু হত!! আহারে সন্ধা বেলায় আর এত মজার মজার খাবার খেতে পারব না একবছরের জন্যে!!! সময় কত বদলে গেছে!! রোজা এল আবার শেষও হয়ে গেলো কিন্তু সকালে ঘুম থেকে উঠে রুটি খাওয়ার চিন্তাও মাথায় আসলো না(সময় আর আলসেমির জন্য সকালের নাস্তাই করা হয় না) আর ইফতারির আইটেমে আলুরচপ, জিলাপীর জন্য মন হাহাকারো করে উঠল না(যেখানে হাতে গোনা সাত কি আটদিন বাসায় ইফতারি করার সুযোগ পেয়েছি এবার)!! (প্রবাসী জীবন!!) দেখতে দেখতে আরেকটা ঈদ চলে এলো!! চতুর্থ বারের মতন সকালে উঠে বাবা মাকে পায়ে ধরে সালাম করা হবে না, মায়ের হাতের রান্না করা সেমাই/নুডুলস খাওয়া হবে না, বাবার হাত ধরে ঈদগাহের মাঠে নামাজ পড়তে যাওয়া হবে, সেলামীর জন্য এদিক সেদিক দৌড়া দৌড়ি করা হবে না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া/বাইরে রাত কাটানো হবে না!! কিন্তু তাতে কি!! ঈদ তো ঈদিই!! এই দিনে কি আর আনন্দের কমতি আছে!! তাই তো বাবা, মা, ভাই, বোন, আত্নীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, কাছে দূরের, জলে-স্থলে, দেশে বিদেশে, পরিচিত-অপিরিচিত যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি যেনো সবাই এই দিনে একসাথে প্রিয় ও কাছের মানুষ গুলোর সাথে সময় কাটাতে পারেন!!! বিঃ দ্রঃ- ইহা একজন প্রবাসীর ঈদ ভাবনা। ইহা পড়িয়া কাহারো মন খারাপ হইলে তাহার জন্য লেখকদায়ী নন!! আর সকল প্রবাসী ভাই বোনদের জন্য রইল ঈদের স্প্যাশাল শুভেচ্ছা!! (তাহাদের সকলেরি মনের অবস্থা আমার মতন কিনা!!!) আর ইংল্যান্ডএ যদি কেউ থেকে থাকেন তবে আমার বাসায় তার দাওয়াত রইল, একটা ফোন দিয়ে চলে আসবেন! ঠিকানা আর ফোন নাম্বার এর জন্য ইনবক্সে যোগাযোগ করুন ;-)! সবাইকে আরো একবার ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।