আমাদের কথা খুঁজে নিন

   

বাবা-আমি-ছেলে

১২ জুলাই ২০১১ সাল। ডিপার্টমেন্ট থেকে বাসায় এসে বাব-মার সাথে ফোনে কথা বলা প্রতিদিনকার অভ্যাস। উচ্চশিক্ষার জন্য থাকতে হচ্ছে ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে আমেরিকার নিউঈয়র্কে। নিউঈয়র্কের বিকাল ৬:৩০ বাংলাদেশে তখন ১৩ই জুলাই ভোর ৪:৩০। বাবা সাধারনত খুব ভোরেই ঘুম থেকে উঠতেন, তাই ঐসময়েই সাধারনত ফোন দিতাম।

কুশল বিনিময়ের পর বাবা বললেন আজ শরীরটা কেমন যেন লাগছে, পরে কথা বলব। বাবার সাথে এই ছিল আমার শেষ কথা। সকালে বাবাকে হাসপাতালে নেয়া হলো, সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন। বাবার মৃত্যুর পর বুঝলাম আমার মাথার উপর এতদিন ছায়া দেয়া বটবৃক্ষটা হঠাৎ কোন ঝড়ে উপড়ে গেছে, যেই বটবৃক্ষটা ৩১ বছর যাবৎ আমাকে শুধু নিঃস্বার্থভাবে ছায়া দিয়ে গেছেন। মাথার উপর থেকে সরে গেছে আস্থা, ভরসা এবং নির্ভরতার জায়গা বাবা।

নিজেকে এখন মানসিকভাবে দূর্বল মনে হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি - বাবা তুমি যেখানে থাকো, ভালো থেকো, শান্তিতে থাকো। প্লিজ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর সবার কাছে আমার একটাই অনুরোধ দয়া করে কেউ নিজের বাবা-মাকে কে কষ্ট দিবেন না। ১৪ই আগষ্ট ২০১২, বাবার মৃত্যুর ১বছর ১ মাস ১ দিন পর আমাদের ছেলে বিসাজ এর জন্ম।

আজ তার প্রায় ১০ মাস। ১০ মাসের বিসাজের কর্মকান্ডে হারে হারে টের পাচ্ছি - সন্তান লালনপালন করা কি কঠিন। কিন্তু দিনশেষে যখন বা-বা-বা-বা শুনি, তখনকার অনুভুতি ভাষায় প্রকাশ করতে পারবনা। সবাই বিসাজের জন্য দোয়া করবেন । -পৃথিবীর সব বাবাকে বাবা দিবেসের শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।