http://www.facebook.com/Kobitar.Khata এই রোজায় আমি মিস করেছি, হয়তো আমার মতো আপনারা সবাই মিস করেছেন। এর আগে এমন অনুপস্থিতি তার কখনোই ছিল না।
কে সে?
ছবি দেখে চিনে নিন।
উনার নাম ''লোড শেডিং''
অন্য বছরগুলোতে প্রথম রোজা থেকেই উনার ছবি ও খবর সংবাদ শিরোনাম হতেন। কিন্তু এবার হয়নি।
প্রতিবছর উনার অনুপস্থিতির কারণে আমরা সরকারকে তুলোধুনো করতাম, গালাগালি করতাম, ভাংচুর করতাম আর আমাদের রোজা হালকা হত। উনি এবার আমাদের রোজা হালকা হওয়া থেকে রক্ষা করেছেন।
কিন্তু একটা সমস্যাও হল। উনার কারণে এবার আওয়ামী লীগকে অনেকেই আরাম করে গালি দিতে পারছে না। শেখ হাসিনার গুষ্টি উদ্ধার করছে না।
কিন্তু আওয়ামী লীগকে বা শেখ হাসিনা কে অভিনন্দনও জানাচ্ছেন না।
কেন জানাবেন? বিদ্যুত পাওয়া নাগরিক হিসেবে আমাদের অধিকার।
বিদ্যুত না পেলে গালি হবে, অবশ্যই হবে। কিন্তু বিদ্যুত পেলে অভিনন্দন এ হতেই পারে না। আমরা বাঙ্গালীরা তা করতে পারিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।