আমাদের কথা খুঁজে নিন

   

তালগাছ।

ভাদ্র মাস শুরু হয়েছে। কথায় আছে ‘ভাদ্রের গরমে, তাল পাকে চরমে’। অর্থাত্ এ সময়টায় গাছে তাল পাকে। তাল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফল। বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই কমবেশি তালগাছ দেখা যায়—কী সমতল, পাহাড়ি কিংবা হাওর-বাঁওড়ে।

কিন্তু নানাবিধ কারণে তালগাছের সংখ্যা কমে যাচ্ছে। সেই তুলনায় তালের বংশ বৃদ্ধি হচ্ছে না। অথচ তালের বংশ বৃদ্ধির জন্য বলতে গেলে কোনো পরিশ্রম, পরিচর্যাই লাগে না। শুধু একটু কষ্ট করে রাস্তার পাশে, ক্ষেতের আইলে বীজ পুঁতে দিলেই হলো। তালগাছের বংশ বৃদ্ধির জন্য সরকারি পর্যায়ে কার্যকর একটি পদক্ষেপ নেয়া যেতে পারে।

সেটি হলো:প্রতিটি উপজেলায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানকে মনোনীত করে সেইসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে তাদের এলাকায় তাল বীজ রোপণ করা। শিক্ষার্থীরা তাদের বাড়ি (অথবা আশপাশের বাড়ি) থেকে তাল বীজ সংগ্রহ করবে। সংগৃহীত বীজ স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে। ঐ শিক্ষক নির্ধারিত দিনে শিক্ষার্থীদের নিয়ে পূর্ব নির্ধারিত স্থানে, যেমন রাস্তা, বাঁধ, রেললাইন ইত্যাদি স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাল বীজ রোপণ করবে। এ কাজটি শিক্ষার্থীরা বিনা পারিশ্রমিকে (অথবা প্রয়োজনবোধে বীজ প্রতি স্বল্প অর্থ প্রদানের মাধ্যমে) করবে।

এই অর্থ উপজেলা নির্বাহী অফিসার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থ অথবা অন্য কোনো খাত থেকে ব্যয় করতে পারেন। শিক্ষার্থীরা নিজ হাতে তাল বীজ রোপণের ফলে তাদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি সচেতনতা জন্মাবে। পাশাপাশি বীজের (পরবর্তী সময়ে চারা) প্রতি একটি মনস্তাত্ত্বিক ‘মায়া’ জন্মাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।