আমাদের কথা খুঁজে নিন

   

ভুল গুলো

ভুল গুলো আমার বিষন্ন কোমল ভুলে যেতেও মায়া হয় তুলে রাখি কাচের আলমারি ভরে সাজিয়ে রাখা সম্পদ করে| ভুল গুলো আমার নিদারুন করুন ফেলে দিতেও বাধে রাত করলেই কুড়িয়ে নেই বুকে, এতো কষ্টের বোঝা নিয়ে সে একলা কি করে থাকে | ভুল গুলো আমার চির যৌবনা মায়াবী তরুনী পূর্ণিমা এলেই উঠে আসে অন্ধকার ফুঁড়ে জড়িয়ে নীলাভ শাড়ি, সে প্রসারিত করে তার কোমল বাহু ঠোঁটে রাখে আলতো ঠোঁট বিনিময়ে নিয়ে যায় দিন রাত্রির অমরতা |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।