আমাদের কথা খুঁজে নিন

   

গান দিয়ে নাকি পর্ণগ্রাফির মত অ্যালবামের কাভার ছবি দিয়ে নিজের গান বিক্রি করছে চাচ্ছেন এই সঙ্গীতশিল্পী বর্ষা ?

ছবিতে যে মেয়েকে দেখছেন সে হল গায়িকা বর্ষা। যদিও আমি জানি বেশীর ভাগ মেম্বার ইনাকে নাও চিনতে পারেন । আর এই ছবিটা হল তার এ্যালবামের কাভার ছবি। হয়তো অনেকেই ভাবতে পারেন এই ছবি দেখে হয়তো এটি কোন হলিউডের কোন পর্ণগ্রাফি ছবি। কিন্তু না অবাক হলেও সত্য যে এই ছবিটা আমাদের দেশের একজন সঙ্গিত শিল্পির গানের অ্যালবামের কাভার ছবি। অবাক লাগে এমন ছবি দিয়ে কিভাবে একজন শিল্পি তার এ্যালবামের কাভার ছবি দিতে পারে তবু নিজের মডেল হয়ে । আরও অবাক লাগে অগ্নিবীণার মত একটি শুনামধন্ন প্রতিষ্ঠান এই এ্যালবাম বাজারে এনেছে। আমারতো মনে হচ্ছে উনি নিজের গান দিয়ে নয় নিজের কাভারে দেওয়া পর্ণগ্রাফির মত ছবি দেখিয়ে নিজের এ্যালবামের গান বিক্রি করতে চাচ্ছে। ধিক্কার জানাই এই সব শিল্পীদের এবং ধিক্কার জানাই এই সব প্রযেজোক প্রতিষ্ঠানকে যারা টাকার লোভে এমন সস্তা ও খারাপ কাজ করে। পোস্টটি নেওয়া হয়েছেঃ Behind the Scenery of Media & Society  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।