‘খ্যাতির বিড়ম্বনা’ সম্পর্কে সবারই ধারণা আছে। খুব বেশি খ্যাত হলে যেকোনো জায়গায় বিড়ম্বনার শিকার হতে হয়। কিন্তু সুদর্শন হওয়ার বিড়ম্বনায় পড়েছেন ক’জন? কেউ পড়ুক আর না পড়ুক, অধিক সুদর্শন হওয়ায় সৌদি আরবই ছাড়তে হলো ৩ আরব আমিরাতি নাগরিককে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সম্প্রতি জেনাদ্রিভাহ্ সাংস্কৃতিক উত্সবে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি হিসেবে আসা তিন সুদর্শন যুবককে জিজ্ঞাসাবাদ করে সৌদির ধর্মীয় পুলিশ। একটি মার্কিন সংবাদ মাধ্যমের মতে, জিজ্ঞাসাবাদে কোন উদ্বেগের তথ্য না পেলেও ওই তিন যুবককে সৌদি থেকে বের করে দেওয়া হয়। সংবাদ মাধ্যম জানায়, ওই তিন যুবক এতোই সুদর্শন ছিল যে, উৎসবে আসা তরুণীরা যুবকদের প্রেমে পড়ে যেতে পারে এমন আশঙ্কা ছিল উৎসবের আয়োজকদের। তাই, ধর্মীয় পুলিশের সহযোগিতা নেন তারা। এ ঘটনায় নিন্দুকে নাক সিঁটকে বলছেন, ‘অতো স্মার্ট হয়ে চলতে কে বলেছে বাবা?’ সূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।