আমাদের কথা খুঁজে নিন

   

দেশ কি মাটির তৈরী না মানুষের তৈরী!!

whereof we cannot speak thereof we must be silent অনেক দিন আগে রবীন্দ্রনাথের কবিতায় পড়েছিলাম, দেশ মাটির তৈরী নয়, মানুষের তৈরী! কিন্তু এটা বাংলাদেশের জন্য কতো টা সত্য তার কিছু নমুনা নিচে পাওয়া যেতে পারে ১. আমরা ভেজাল খেতে পছন্দ করি না কিন্তু দিতে আপত্তি করি না ২. আমরা ওজনে কম পেতে অপছন্দ করি কিন্তু দেয়ার সময় খেয়াল থাকে না ৩. স্বল্প লাভের জন্য সব কিছুই বিক্রি করি দিতে পারি বিবেক সহ কিন্তু উপদেশ দিতে ছাড়ি না ৪. আমরা বিশ্বাস করি মামা চাচা ছাড়া কোনো চাকরি (বা কোনো কাজ) হয় না অথচ সুযোগ পেলে favour নিতেও পিছপা হই না ৫. আমাদের দেশের গরিব মানুষ প্রায় ৮০ ভাগ অথচ দেশ চলে মুষ্টিমেয় ৫-১০% এর কথায় ৬. ইসলাম ইসলাম বলে মাথা ফাটাইয়া ফেলি অথচ সাধারণ নিয়মনীতি পালন করতে আমাদের কষ্ট হয় যেমন না ঠকানো, মিথ্যা না বলা, দান করা ৭. কেউ সহজ সৎ পথে চললে আমরা বলি বোকা মানুষ অথচ এটাই আমরা শিশু কালে মুখস্থ করতে করতে গলা ফাটাইছি ৮. আমরা আরেকজনের ভালোতো দেখতেই পারি না বরং কিভাবে ওই ভালো কাজ থেকে বিরত রাখা যায় ক্ষতি করে হলেও সেই চেষ্টা করি ৯. বাসা বা অফিস থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান বন্ধ করতে ভুলে যায়, কেউ মনে করে দিলে আমরা বরণ উল্টো রেগে বলি, একজন বন্ধ করলে কি বা লাভ হবে ১০. আমরা সবসময় excuse দেখাই, না দরকার হলেও ১১. ভুল করলে ভুল না স্বীকার করে অন্যের উদাহরন টেনে বলি 'অমুকেও তো করে!' ১২. আমরা কম জানি কিন্তু ভান করি জ্ঞানের আঁধার একেক জন ১৩. উপদেশ দিতে ওস্তাদ আমরা অথচ আমরা নিজেরা সেই কাজ করি না ................................. লিস্ট যে আরো কতো বড় হবে আল্লাহই জানে....ইফতার এর সময় হইছে| ঈদ মুবারক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।