পরিশ্রম নয় তেলবাজিই সাফল্যের চাবিকাঠি টাচ ফোন সেটের মধ্যে সম্প্রতি এই সেটটি বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এন্ট্রি লেভেল এনড্রয়েড ফোন হিসেবে দাম মোটামুটি হাতের নাগালেই, বার হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। ছোট স্ক্রিন সাইজের কারনে দেয়া হয়েছে মিনি প্রো নাম। তাই যারা বড় ডিস্প্লের স্মার্ট ফোন ব্যবহার করে অভ্যস্ত, মিনি প্রো তাদের জন্য নয়। তবে দ্রুত এসএমএস বা নম্বর টাইপ করার জন্যে রয়েছে স্লাইড-আউট কিবোর্ড।
আর সাথে ফুল টাচের সুবিধাতো আছেই।
ব্যাটারী 1200 mAh; স্মার্ট ফোন হিসেবে কিছুটা কম তবে স্ক্রিন সাইজ ছোট বলে সেটা তেমন বড় কোন অসুবিধা নয়, কারন আজকাল এই ধরনের সেটে ডিস্প্লেতেই অনেক ব্যাটারী খরচ হয়ে থাকে।
সেট টা দেখতে ছোট, কিছুটা মোটা কিন্তু আকর্ষনীয়। বডির পেছনের ও অন্যান্য অংশ প্লাস্টিকের তৈরি হলেও শক্ত ও মসৃন। আলাদা কোন ফোন কভার কেনার প্রয়োজন পরবে না।
এনড্রয়েড সেটের জন্যে অতি প্রয়োজনীয় বিষয় হল দ্রুতগতির CPU । মিনি প্রোর প্রসেসর স্পীড সন্তোষজনক, ১০০০ MHz। সেই তুলনায় স্যামসাং Ace এর CPU মাত্র ৮০০ MHz।
ওয়াইফাই, হটস্পট করার সুবিধা, ৫ মেগাপিক্সেল হাই ডেফিনেশন ক্যামেরা, ভিডিও চ্যাট করার জন্যে সামনে ও পিছনে দুটি ক্যামেরা - এরকম কয়েকটি বিশেষ সুবিধা পাওয়া যাবে।
খারাপ দিকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল - speed dial এর ব্যবস্থা না থাকা।
হোম ও অন্যান্য বাটনের অবস্থানের কারনে চাপতে বেগ পেতে হতে পারে, আবার অনেক সময় অসাবধনতাবশত চাপ পরে যেতে পারে।
সামগ্রিকভাবে যারা দ্রুতগতির, সাশ্রয়ী, ছোট এবং আকর্ষনীয় একটি সেট খুঁজছেন, মিনি প্রো তাদেরই জন্য।
ছবি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।