পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ্গ হয়ে আছে ইহকাল / পুনরায় জন্ম নেয়া এখন বিশেষ প্রয়োজন এই ঈদে শাড়ির মডেলদের দেখে বড্ড খেলোয়ার হতে ইচ্ছে করছে, হকি কিংবা ফুটবল, ক্রিকেট কিংবা বেজবল নয় এক্কেবারে পেশাদার খেলোয়ার, কবি সৈয়দ শামসুল হকের খেলারাম... ভাত কিংবা ভুতের জন্য নয়, যশ কিংবা খ্যাতির জন্য নয়, বড্ড নিজের জন্য, আত্মার ও হৃদয়ের জন্য। চোখ এবং ঠোটের, দাঁত এবং হাতের জন্য বিশেষত আমার একান্ত অনুভূতির জন্য আমার বড্ড খেলোয়ার হতে ইচ্ছে করেছে। সাকিবের মতো বলকে মাঠছাড়া করবার জন্য কিংবা মাশরাফির মতো স্ট্যম্প ধ্বংসের জন্য নয়, কিছুটা শিশিরবিন্দুসম ঘামের জন্য, ফুসফুসকে বড় বড় শ্বাস উপহার দেবার জন্য, নরম হাতের স্পর্শের জন্য... এই ঈদে আমি একবার খেলোয়ার হবো, কোন এক সহৃদয় ফ্যাশন হাউজের সৌজন্যে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।