আমাদের কথা খুঁজে নিন

   

Payza(alertpay) বিষয়ে সাহায্য চাই।

প্রিয় ব্লগার ভাইয়েরা, Payza একাউন্ট নিয়ে আমি আপনাদের সাহায্য চাই। Ptc সাইট গুলোকে নিয়ে negative মনোভাব থাকায় কোনদিন সে দিকে পথ মারাই নি কিন্তু কয়েকদিন আগে হাতে কোন project না থাকায় হঠাৎ করে কি মনে হল প্রায় ৩৯ টা Ptc সাইট এ একাউন্ট খুলে বসলাম। অবশেষে অনেক গুতাগুতি করে টের পেলাম যে আমার join কৃত সাইট গুলোর মধ্যে এখন পযন্ত মাত্র নতুন কয়েকটা সাইট ছাড়া বাকি সব Scam/ভুয়া। কেই যেন এই পোষ্ট কে ad না ভাবেন, সে কারনে আমি সাইট গুলোর নাম এখানে উল্লেখ করা থেকে বিরত থাকছি। যারা আ্গ্রহী তাদের জন্য ছোট করে পোষ্টের শেষে উল্লেখ করছি।

সে যাই হোক এই তিনটা সাইট থেকে কদিন থেকেই যখনই ১বা ২ ডলার হচ্ছে ততবারই সঙ্গে সঙ্গে pay out করছি আমার liberty reserve account এ। কিন্তু। liberty reserve এ pay out করলে বেশ পরিমানে fee কেটে নেয়। কিন্তু Payza তে fee খুব কম কোথাও বা fee একদম নেয়না । এ কারনে আমি অভিজ্ঞদের কাছে একটা প্রশ্ন রাখছি।

উল্লেখ্য যে আমি মাত্র কদিন হল Payza তে account খুলেছি। প্রশ্নটা হলো আমারা yahoo, google, facebook ইত্যাদিতে account open করলে একটা unique id পেয়ে থাকি। যেমন: বা অথবা liberty reserve এ একটা নাম্বার যেমন: U352545 ইত্যদি। কিন্তু Payza তে এরূপ কোন id আমি খুজে পাচ্ছি না। অনেক সাইট আমার Payza মেইল id চাচ্ছে।

আমার Payza মেইল id কি হবে? আশা করি অভিজ্ঞরা সাহায্য করবেন। Join করতে চাইলে নিচের লিংক গুলিতে ক্লিক করে চলে যান। registry করা খুব সহজ শুধু মাত্র আপনার নাম আর ইমেইল আইডি আর একটাতে আপনার ফোন নাম্বার লাগবে আপনি fake number ও দিতে পারেন। নিচের ক্যাপচা(ক্যাপচা একদম স্পষ্ট ভয় নেই) তে ক্লিক করে পুরন করুন ব্যাস তারপর ওরা আপনার মেইল এ অ্যাক্টিভেশন লিংক পাঠিয়ে দিবে মেই্ল এ লগইন করে তাতে কিক্ল করলেই আপনার একাউন্ট এ্যাক্টিভ হয়ে যাবে ভাই লেখায় লিংক যোগ হচ্ছে না। কেউ জানাবেন কি ভাবে যোগ করব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।