আমাদের কথা খুঁজে নিন

   

আয় করুন ফাইবার দিয়ে

সুন্দর বাংলাদেশ চাই ফাইবার.কম অনলাইনে টাকা কামানোর একটা দারুন সাইট। এটাতে এ্যকাউন্ট খুলে গিগ পাবলিশ করার কয়েকদিনের মধ্যেই অর্ডার আসা শুরু করে। একটা-দুইটা। অনেকসময় ঝাকে ঝাকে। প্রতিটি কাজ কমপ্লিট করার পর পাওয়া যায় ৫ ডলার যার ১ ডলার সাইটটি তাদের ফি হিসেবে কেটে নেয়।

টাকা তুলতে হয় পেপাল দিয়ে। আমি এই সাইটটিতে কয়েকটা এ্যকাউন্ট খুলেছিলাম। ১ম টাতে ২ টা অর্ডার পাওয়ার পরে কাজ করিনি। ২য় টাতে ও একই অবস্থা। ৩য় টাতে ১০ টি অর্ডার পেয়েছিলাম যার মধ্যে দুইটা কম্পিলিট করেছি।

বাকি গুলো করিনি। ফলে গিগ রেটিং নামতে নামতে ১৪% এসে ঠেকেছে। চরম অলস একজন ফ্রিল্যান্সার আমি। তবে রেগুলার কাজ করে সময়মত জমা দিতে পারলে গিগরেটিং ঠিক রেখে প্রতিদিন অল্প অল্প হলেও মাস শেষে ভাল আয় করতে পারবেন। কি কি কাজ করতে পারবেনঃ অনলাইন ভিত্তিক যেকোন কাজ যেমন # ছোট ছোট লোগো ডিজাইন # টিপস প্রদান # বাকলিংকিং # আর্টিকেল রাইটিং # ফোরাম পোস্টিং # ভিডিও মেকিং সহ কয়েকশ ধরনের কাজ।

এখানে মূলত সবাই মূলত নতুন নতুন আইডিয়া নিয়ে হাজির হয় যা মজার এবং বিক্রিযোগ্য। আমি এমনই কিছু আইডিয়া যা সত্যিই মজাদার। এই যেমন - কারো জন্মদিন উপলক্ষে তার নাম নিয়ে সুকন্ঠে হ্যাপি বার্থডে গানটি গাওয়া, সুন্দর মসৃন পেটে উল্কি দিয়ে কারো নাম লিখে ছবি তুলে পাঠানো ইত্যাদি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।