আমাদের কথা খুঁজে নিন

   

গুলশান-মহাখালীতে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর গুলশানে ইউটা গার্মেন্টস বিনা নোটিশে বন্ধের প্রতিবাদে আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শ্রমিকেরা। এ ঘটনায় গুলশান-বাড্ডা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
কর্তৃপক্ষের আশ্বাসে সকাল নয়টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পরে আবার মহাখালীর নাবিস্কো মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন তাঁরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান লিংক রোডের পাশে অবস্থিত এই পোশাক কারখানায় প্রায় এক হাজার ২০০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটির শ্রমিকেরা বেশ কিছুদিন ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। অন্যান্য দিনের মতো আজ সকালে কারখানায় গিয়ে এটি বন্ধ দেখতে পান শ্রমিকেরা। বিনা নোটিশে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হন তাঁরা। পরে গুলশান-বাড্ডা লিংক রোড অবরোধ করে তাঁরা বিক্ষোভ শুরু করে করেন।

এ সময় আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। তাঁরা আশপাশের পোশাক কারখানায় ইট-পাটকেল ছোড়েন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।
পরে আবার রাস্তায় নেমে আসেন ওই শ্রমিকেরা। সকাল সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাখালীর নাবিস্কো মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ শ্রমিকেরা।


প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল কবির। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।