আমাদের কথা খুঁজে নিন

   

১৮-২০ জুন তিন পার্বত্য জেলায় টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালী ছাত্র পরিষদ

শিপু আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ১৮-২০ জুন পর্যন্ত ৩ পার্বত্য জেলায় টানা ৭২ ঘন্টার হরতাল কর্মসূচী এবং বৃহস্পতিবার অপরাজয় বাংলার চত্বরে মানববন্ধন কর্মসূচী ও স্পীকার বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। গত ২৭শে মে মন্ত্রী পরিষদের বৈঠকে এবং আজ ১৬ জুন জাতীয় সংসদে বহুল বিতর্কিত ভূমি কমিশন আইন সংশোধনী প্রস্তাব ২০১৩ উত্থাপিত হওয়ায় ঢাকার একটি মিলনায়তনে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের তাৎক্ষনিক এক যৌথ সভায় এ কর্মসূচী ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মন্ডলীর সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া। এতে আরও উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইসমাঈল নবী শাওন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাজু, ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী সম্রাট, নাগরিক পরিষদের ঢাকা মহানগর আহবায়ক মোঃ মনির হোসেন, ছাত্র পরিষদের ঢাকা মহানগর আহবায়ক মোঃ আব্দুল হক মানিক, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ছাত্র নেতা শাহাদাত হোসেন, মোঃ জাকির হোসেন প্রমুখ। বৈঠকে নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের বিতর্কিত ভূমি কমিশন আইন সংশোধনী প্রস্তাব আজ জাতীয় সংসদে উত্থাপিত হওয়ায় আশঙ্কা প্রকাশ করে বলেন, এই আইন সংসদে পাশ হলে পার্বত্য বাঙ্গালী জনগোষ্ঠীর ভূমি অধিকার, কর্মসংস্থান, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা-বানিজ্য এমনকি বাঙ্গালীদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাঁরা আরও বলেন, এই আইন পাশের ফলে পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের মধ্যে সাম্প্রদায়িক স¤পৃতি বিনষ্ট হবে, এই এলাকায় সরকারের কর্তৃত্ব হুমকীর মুখে পড়বে এবং নেতৃবৃন্দ সরকারের শেষ সময়ে এই আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করার আহব্বান জানান। উৎস Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।