অদ্ভূত বিষয়গুলোতে বিস্ময়াভূত হওয়া একটি চমকপ্রদ ব্যাপার!! ঈদ উপলক্ষে সাক্ষাতকার নিয়েছি আমাদের এ সময়কার সবচেয়ে জনপ্রিয় তারকাদের। আসুন জানা যাক ঈদ নিয়ে কি ভাবছেন তারারা !
তালা খাতুনঃ
- ম্যাডাম! এবারের ঈদে আপনার পরিকল্পনা কি?
- ঘরে তালা দিয়ে ঘুমাবো।
- তালা দিয়ে ঘুমাবেন কেন?
- কেউ যাতে টের না পায় আমি ঘরে আছি।
- কেউ টের পেলে কি সমস্যা?
- দেশে এখন কোন সমস্যা নাই। দেশ সমস্যা মুক্ত।
- আচ্ছা ম্যাডাম এবার ঈদে আপনি কি পোষাক নির্বাচন করেছেন?
- তালি দেওয়া পোষাক।
- তালি দেওয়া পোষাক কেন?
- তালা-তালি এগুলো আমার পছন্দের বিষয়।
- জনগনের উদ্দেশ্যে কিছু বলুন।
- সবাই হাত 'তালি' দেন।
যাদুমনিঃ
- আপনাকে ঈদের শুভেচ্ছা।
- ওমা আজকে ঈদ! আমি তো কিছুই জানতাম না।
- আজকে ঈদ নয়। ঈদ আরো দুদিন পর।
- ও আচ্ছা তাই!
- এবারে ঈদে আপনার পরিকল্পনা কি?
- ঈদ করব।
- কিভাবে করবেন?
- নতুন জামা পরব।
সেমাই খাব।
- আপনি ঈদের জন্য কি পোষাক নিয়েছেন?
- কেন বলব? ঈদের আগে ঈদের পোষাকের কথা বলতে হয় না। তাহলে জামা পুরানো হয়ে যায়। হুউ!
সুখবর আলীঃ
- আপনার শরীর-স্বাস্থ্য ভাল?
- হ্যা, একদম ফ্রেশ।
- ঈদে কি করবেন?
- কক্সবাজার যাব, দৌড়াদৌড়ি করব, বিভিন্ন জায়গায় বেড়াতে যাব, সিনেমা দেখব।
- বাহ্ তাহলে তো বেশ চমত্কার সময় যাবে। ঈদ উপলক্ষে দেশবাসীর উদ্দ্যেশ্যে কিছু বলুন।
- প্রিয় দেশবাসী আপনাদের সবার জন্য সুখবর হচ্ছে এবার ঈদের পর দেশের স্বাস্থ্য সেবার লক্ষে মেডিকেল কলেজ গুলোতে জিনিয়াস জিনিয়াস সব ডাক্তার নিয়োগ দেওয়া হবে।
- ডাক্তার নিয়োগ!
- আরে নাহ। ডাক্তার ভর্তি করানো হবে।
- ডাক্তার ভর্তি!
- ধুর না। ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে।
মালামাল মিয়াঃ
- দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে?
- যেদিকে মুঞ্চায়।
- ঈদ উপলক্ষে আপনার পরিকল্পনা কি?
- কিসের ঈদ? ঈদের আবার পরিকল্পনা কি? যত পরিকল্পনা সব জুন মাসে পেশ করা হয়েছে। এ ব্যাপারে আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না।
আই এ্যম একদম ফেডআপ।
- এবার কি পোষাক পড়ছেন ঈদে?
- হ্যা। আমাদের অর্থনীতির একটা বড় খাতই তো এই পোষাক শিল্প। দেশের গার্মেন্টেসের সংখ্যা কতটি জানেন? বলতে পারেন কতটি নতুন গার্মেন্টস অনুমোদন পাচ্ছে আর কতটি বন্ধ হচ্ছে? কি পরিমান রপ্তানী আয় আসে এ পোষাক শিল্প থেকে খবর রাখেন? আমাদের মত অর্থনীতিকে এতটা চাঙ্গা আর কেউ করতে পেরেছে?
(অতঃপর নিজে সাক্ষাতকারের কবলে পরে সাক্ষাতকার ফেলে পলায়ন করিলাম)
---------*****---------
আমার আরেক্ষান ফান পোস্ট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।