ট্রান্সসেন্ট কোম্পানীর ৮ জিবি ক্ষমতাধারী একটি পেনড্রাইভ,তিন বছর যাবত আমার ছায়াবন্ধু হিসাবে সার্বক্ষনিক সঙ্গী হিসাবে সুখে-দুখে পাশে থেকে আসছে। কিন্তু গত পরশু রাত আনুমানিক ১১টার দিকে কি যে অসুখ হলো বুঝতে পারছিনা। পিসি বা লেপটপের প্রবেশ করাইলে- কোন সাড়াশব্দ করে না। এদিকে তার পেটে আমার অনেক গুলো দরকরী ফাইল ও ফ্যামিলি পোগ্রামের ছবি ছিল। এগুলো কিভাবে উদ্ধার করা যায়-তারও কোন ওষধ আমার জানা নাই।
সুতরাং অভিঙ্গ পরামর্শকদের নিকট আকুল আবেদন- ইহার পেটে সংরক্ষিত ডাটা সমুহ কিভাবে উদ্ধার করা যায়-তার একটি সমাধান দিলে বিশেষভাবে উপকৃত হইব।
আরেকটি অনুরোধ:
এবার ১৬জিবি ক্ষমতাধারী একটি পেনড্রাইভ কিনতে চাই। যা'র ট্রান্সফার রেট / রিড/ রাইট করার গতি অত্যন্ত বেশী। অর্থাত সর্বোচ্চ গতি সম্পন্ন। সুতরাং কোন কোম্পানীর কোন মডেলের টি কিনব- তার পরামর্শ দিলে অত্যন্ত উপকৃত হইব।
আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।