আমাদের কথা খুঁজে নিন

   

সিল টিম সিক্স, আমার সবচাইতে পছন্দের টিম in the world

মন যা চায় তাই করি। "সময়ের সাথে সাথে অধিকার গুলোও হারিয়ে যায়" "যারা জীবনকে উপভোগ করতে জানে না তারা সর্বদা কাজ করে জীবন কাটিয়ে দেয়" খুব বেশি জানি না, আমার এই প্রিয় টিমটার ব্যাপারে। তবে যতটুকু জানি তাতেই আমি মুগ্ধ। আর জানবোই বা কিভাবে, কারণ এরা হল সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সিক্রেট টিম। প্রতি বছর এক বার সদস্য নেওয়া হয়।

তবে প্রচার করে না গোপনে বিশেষ বিশেষ টিমের আগ্রহী সদস্যদের বাছাই করা হয় । যেমন ধরুন একজন পুলিশ অথবা একজন এফবিআই বা একজন মেরিন। তবে মজার ব্যাপার যারা সিলটিম সিক্স এ সদস্য হতে আসে তাদের মধ্যে ৭০ শতাংশই, প্রথম থেকে দ্বিতীয়তম বাছাই পর্বে বাদ পড়ে যায়। সর্ব প্রথম শারীরিক কার্যক্ষমতা বাছাই বা যাচাই। একে একে বিভিন্ন কঠিন পরীক্ষা যা করলে সাধারণ লোক আধা মরা হয়ে যাবে।

দু পা বেঁধে পানির নিচে সাঁতরানো এবং মাস্ক পড়া। ঘন্টার পর ঘন্টা ঠান্ডা পানিতে ডুব দেওয়া, শুয়ে থাকা, এবং সাঁতরানো । আর কত কি যে আছে তার শেষ নাই। শুধুমাত্র ৬ মাস শারিরীক পরিক্ষা এবং ট্রেনিং যদি প্রথম,দ্বিতীয় কেউ টিকে যায়। এরপর আছে মানসিক পরীক্ষা এবং বিভিন্ন ভাবে মানসিক চাপের মধ্যে ফেলে ট্রেনিং দেওয়া।

এরপর আছে অস্ত্র চালানোর ট্রেনিং এই পৃথিবীতে এমন কোন অস্ত্র নাই যা একজন সিল চালাতে জানে না। পৃথিবীর যে কোন দেশের যে কোন ধরনের যে কোন অস্ত্র চালাতে এক্সপার্ট। এ তো মাত্র ১% বললাম। সকল ট্রেনিং এর পরে আবার সর্বশেষ বাছাই পর্ব ভোট দেওয়া হয়ত আপনার বন্ধুই আপনাকে ভোটে পরাজিত করবে যদি আপনি তার মন মত না হন। বা যদি সে আপনার উপর ভরসা করতে না পারে।

তাহলেই আপনি সকল ট্রেনিং করার পর বাদ পড়বেন। এই ব্যাপারটা ট্রেনিং এর আগে কোন ভাবেই বোঝা যায় না। সিল এর টাকার কোন অভাব নাই। যা মন চায় তাই তারা বানাবে, তাদের যা দরকার নিজেদের অস্ত্র নিজেরা তৈরী করবে। এবং যদি তাদের জন্য কোন অস্ত্র বানানো হয় তবে যদি তাদের পরীক্ষায় পাশ না করে তাহলে তা বাদ।

সারা পৃথিবীর মধ্যে মাত্র তিন জন ব্যক্তির আদেশ তারা মানে। তাদের উপরের দুই জন বস এবং আমেরিকার প্রেসিডেন্ট। কোন মিশনে গেলে প্যান্টের বাম পাশের পকেটে অগনিত ডলার, ডান পাশে একটা পিস্তল অবশ্যই থাকবে। এছাড়া যে মিশনে তারা যাচ্ছে সেই মিশনের জন্য যথোপযুক্ত অস্ত্র । তারাই একমাত্র যারা আকাশ পানিতে বা মাটিতে সমান ভাবে আক্রমণ করতে পারে।

২০০০ ফুট এরও বেশি পানির গভীরে যেতে পারে কোন প্রকার সমস্যা ছাড়াই। যা একজন প্রফেশনাল ডাইভারও পারবে না। তাদের গুলির নিয়ম হল ডাবল ট্যাব। একটা গুলি মাথায় আর একটা বুকে। অথবা দুইটা গুলি ১০ সেন্টি মিটার পর পর মাথায়।

এতে এমন ক্ষতি হয় যে, কয়েক সেকেন্ড এ মৃত্যু অনিবার্য। এদের ব্যাপারে বলে শেষ করা যাবে না। তবে যতটুকু জানি তা অতি সামান্য। একজন সিল হলে প্রথমে আপনাকে যা বলবে তা হল তুমি হয়ত তোমার ৩০তম জন্ম দিন পালন করতে পারবে না। এবং তুমি Harvard University এর দুজন ছাত্রের চেয়েও বেশি মেধাবী।

একজন সিল বছরের প্রায় ৩০০ দিনই কাজে ব্যস্ত থাকে। তাই তাদের প্রায় প্রত্যেকেরই দুইবার বিয়ে হয়। একজন সিল একটা বই দুই-তিন ঘন্টার মধ্যে মুখস্থ করে ফেলতে পারে। তারা প্রায় পৃথিবীর সকল ভাষা বোঝার ক্ষমতা রাখে এবং পৃথিবীর যেকোন জায়গায় যেকোন সময় পৌছে যেতে পারে। তাদের উল্লখযোগ্য একটা বিফল মিশনের নাম হল ব্লাক হক ডাউন।

এ নিয়ে একটা মুভিও আছে। দ্যা ব্লাক হক ডাউন এটা হয়েছিল সোমালিয়াতে। অনেক কিছু লেখার ছিল। সব মনে আসছে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।