চলতি শিক্ষাবর্ষে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিবিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ সংশোধন করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই স্থগিতাদেশ শুধু নটর ডেম কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। ফলে এই কলেজটি ছাড়া অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আইনগত কোনো বাধা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছিলেন।
আজ সোমবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃতত্বাধীন বেঞ্চে চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।
গত ১৬ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। কিন্তু নটর ডেম কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে ওই নীতিমালা চ্যালেঞ্জ করে গত ৩০ মে রিট আবেদনটি করেন।
ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ওই নীতিমালার কার্যক্রমে ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন।
এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করেন।
এর পরিপ্রেক্সিতে ৫ জুন চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এরই ধারাবাহিকতায় আজ সকালে শুনানি হয়। আদালত রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে ওই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
নটর ডেম কলেজের পক্ষে ছিলেন আইনজীবী এম জহির। তাঁকে সহায়তা করেছেন আইনজীবী মইন গণি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।