আমাদের কথা খুঁজে নিন

   

!!! আর এখন টু লেইট !!! আমাকে ভুলবুঝো না লক্ষীটি --

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ফোন করে দেখা করতে বললো -এখনই নাকি জরুরী খবর আছে দেখা করতে হবে - বিকাল লগ্ন -একটু পড়েই সন্ধ্যা হবে - কি আর করার আমার তো সমস্যা নাই - তাই না করতে পারলাম না ... লেকের ধারে দেখা করতে বললো -- লেকের ধারে - দুইজন আসলাম - একটা বেঞ্চ পাতা ছিল -সমানে চমৎকার টলমল পানি --মনরোম পরিবেশ তবে উৎকন্ঠা ছিল কিছু - বেশ কিছু দিন পড়ে দেখা ------------ (মেয়ের বক্তব্য ''' ঃ''' এই সাইন ছেলের জন্য ''---- '' ) আমি বললাম - কি বেপার ? ঃ-বসবে ? (আমার উদ্দ্যেশে ) ----এখন এলে কি করে ? ( একটা মেয়ে সন্ধ্যার আগে বের হতে দিতে চায় না সেই কৌতুহল নিয়েই প্রশ্ন ছুড়া) ঃ ওরা সিনামা দেখতে গেল -আমি বললাম মাথা ধরেছে - ----তোমার কি হয়েছে বল তো -( মুখ দেখে অন্য রখম লাগছে তাই প্রশ্ন ) ঃ আর পারলাম না - তুমি তো জানো কিভাবে পিছনে লেগেছে আমার -দিন রাত কানের কাছে একই কথা - ছোট বয়স কবে সেটেল হবে ঠিক নেই ? এতো দিন হাঁ করে বসে থাকা মানে হয় না !!! ----তুমি রাজি হয়ে গেলে ? ঃ জানো , আমি ছেলেটাকে দেখতে চাই নি ! বিশ্বাস করো রিফিউজ করেছিলাম । - ---কি ছেলে ? কোথাকার ছেলে ? ঃ আমার ঐখানেরই - ফ্যামিলি পরিচিত -ডাক্তার - !! সেদিন আমাদের বাড়িতে দেখেছিল । আমি ঠিক করেছিলাম বাড়ি থেকে বের হবো না -কিন্তু শেষে বাবা রাগ-টাগ করে এমন একটা কান্ড করলেন ... ---- তারপর ? প্রথম দর্শনেই প্রেম ? ঃ রেগো না ? তুমি জানো না তোমার কথা যে কতো বার ভেবেছি এই কয়দিনে ... - --- কি ভেবেছো - আহা বেচারী কতো অসহায় !!! শুনলে হয় তো বুক ফেটে যাবে ? কি করে বলি ওকে ? ঃ তোমায় নাও বলতে পারতাম - অন্য অনেকেই বলতো না - কারণ তাদের সেই সৎ সাহস নেই -সামনা সমনি দাড়াঁবার -- আমি চাই নি তুমি অন্য কারোও কাছে শুনে তুমি আরো বেশি দুঃখ পাও !! হয়তো আরো বেশি ভুল বুঝতে !! রূমাল আছে ? ---- তোমার এই চোখের ভাষাটা ঠিক বুঝতে পারছি না (মেয়েটার চোখ দিয়ে অবিরত পানি পড়ছে ছলের না কৌশলের তৌয়াক্কা করার সময় বা দেখার মন নাই ছেলেটার ) ঃ ঘড়ি ? ---- বউদি । ৪০% মার্কের মধ্যে একমাত্র পুরুস্কার ... ঃ তোমার রেজাল্ট বের হয়েছে ? ---- কথাই তো ছিলো ১৫ তারিখে --অবশ্য তোমার মনে থাকার কথা না - তোমাকে লিখেও ছিলাম ? ঃ বল না কি পেয়েছো ? পাশ করেছো ? ---- সন্দেহ ছিল ? ঃ মোটেই না - একমুহুর্তের জন্যও না - বললো না কি পেয়েছো ? ---- ৭ নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস মিস করেছি -- ঃ ইসসসসসসসসস ---- চিন্তার কোন কারন নেই -সামনের মাসে জয়েন -একটা কোম্পানীতে ৩০০০০ হাজার টাকা বেতন ... সুতরাং তোমার বাড়ির লোকেকে বলতে পারো ------ (নাম হবে ) প্রক্টিকেলি সেটেল !! ঃ তোমার এতো ভালো একটা দিনটা নষ্ট করে দিলারম ---- একটা দিন নষ্ট হয়ে গেলে কি এসে গেলো বলো - পুড়া লাইফ তো পড়ে রইলো !! ঃনিশ্চয়ই ! আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে তুমি !! রাখো বলে আমার রুমালটা এগিয়ে দেয় -- - --- রাখো -- ফিরার পথে যদি রিক্সায় কান্নাটান্না পায় -ওটা যদি কাজে লাগে -- ঃ সেবার যদি তখনই কাজী অফিসে চলে যেতাম -তাহলে এমনটি ঘটতো না -- আমার সাহস ছিল -- তুমি বললে তোমার দাদার অফিসে আত্নীয় নেয় না - তোমার বাবা মরে গেলো লোক ধরাধরি করবে না --- তোমার অনিশ্চিত ভবিষৎ -- কবে চাকুরী পাবে ঠিক নেই !!! আর এখন টু লেইট !!! আমাকে ভুলবুঝো না লক্ষীটি -- সামনের মাসে বিয়ে চলে এলে খুব ভালো লাগবে ---চলে আসো -- আমি উঠি !! রুমালটা হাতে ধরিয়ে দিয়ে গেল ।। অবশেষে নিস্তর দেহ নিয়ে বসে রইলো ছেলেটি -এভাবেই ভেঙ্গে গেল অনেক দিনের সম্পর্ক -- মন খারপ করা সবার অধিকার নাই --অধিকার থাকে না - হঠাৎ যে এতো বছরের সম্পর্কের ভাঙ্গার দায়ীত্ব একা নেয় তার জন্য সে বা কি করতে পারে - কি হবে তাকে নিয়ে ভাবে ? তাই নিজের মতো করে ভাবতে চেষ্টা করতে থাকে ছেলেটি ---- এভাবেই যায় দিন যাক না !!! ছেলেটার উত্তর + ভেঙ্গে না পড়া যে কাহিনী কাউকে কি নাড়া দিলো না ? প্রেম করলে সম্পর্ক ভাঙ্গতেই পাড়ে তাই বলে আত্নহত্যা - ড্রাগ -উম্মাদ হইতে হবে এমন কোন কথা নাই !!! সেটাই জানে ছেলেটি --ভালোবাসলে যে পেতে হবে তাও তো কোন কথা নাই ? !!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।