আমাদের কথা খুঁজে নিন

   

৩৪ কোটি ডলার জরিমানা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

ইরানের সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেনের তথ্য গোপন করার অভিযোগে ৩৪ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গতকাল মঙ্গলবার ব্যাংকটির দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানা যায়। একই সঙ্গে ব্যাংকটির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আজ বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও তা মুলতবি করা হয়েছে। লেনদেনের তথ্য মুছে ফেলার মাধ্যমে ইরানকে অর্থ পাচারে সহায়তা করেছে বলে ব্যাংকটির বিরুদ্ধে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের অর্থনৈতিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের দাবি, অবৈধভাবে লেনদেন হওয়া এই অর্থের পরিমাণ ২৫ হাজার কোটি ডলার।

অভিযোগ স্বীকার করলেও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দাবি করেছে, লেনদেন হওয়া অর্থের পরিমাণ এক কোটি ৪০ লাখ ডলারের বেশি নয়। এদিকে নিয়ন্ত্রকদের সঙ্গে সমঝোতার জন্য ব্যাংকটির প্রধান নির্বাহী পিটার স্যান্ডস বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফিন্যানশিয়াল সার্ভিসের (ডিএফএস) এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি সুরাহার জন্য ৬ আগস্ট যে নির্দেশ দেওয়া হয়েছিল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাতে সম্মত হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, তারা ৩৪ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে। এ ব্যাপারে দ্রুত একটি আনুষ্ঠানিক চুক্তি হবে।

অভিযোগ নিষ্পত্তির অংশ হিসেবে ব্যাংকটি তাদের নিউইয়র্ক শাখায় ভবিষ্যত্ লেনদেন তদারকের জন্য একজন পর্যবেক্ষক নিয়োগে রাজি হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।