আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধা-২

এসো আবার চড়াই উৎড়ই.......... অভুক্ত রমনীদের শরীরে যে চিহ্ন থাকে, প্রথম ক্ষয়ে যাওয়ার আগে, বেহায়া রমনীদের শরীরে নতুন শিকারের লোভে, প্রেমহীন বেদনার যে চিৎকার থাকে প্রথম প্রেমে পড়ার আগে, তাকে একটাই নাম দাও ক্ষুধা তাকে একটাই নাম দাও ক্ষুধা হাঁটু পর্যন্ত শাড়ী তুলে দাও নাভীতে অলংকার পড়ো, তার একটু নীচে, উল্কি আকোঁ শব্দ মুচলেকা দাও তবুও বলো, মুখ ফুটে বলো, স্পর্শ, চুম্বন, ঘনিষ্টতা চাই, বদনাম চাই, ফসল চাই তোমার বীজের। আহম্মদ শিবু ১৫/০৮/২০১২ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।