আমাদের কথা খুঁজে নিন

   

সবই হল ভাঙা

কেউ ছিল না যখন আমার সঙ্গে তখন তুমি এসেছিলে নতুন কোন ঢঙ্গে। তোমায় পেয়ে এই দেহ মন সবই হল ভাঙ্গা আমায় ছাড়া এখন তুমি থাকছো কেমন চাঙ্গা! আগের মতো রূপ যে তোমার হয় না এখন রাঙ্গা আমার নয়ন অশ্রু ভরা তোমার নয়ন ‘ডাঙ্গা’। আমার আকাশ মেঘলা এখন ঘুরছি একা বঙ্গে রঙধনু রঙ মাখছো তুমি ঘুরছো কারো সঙ্গে! হিংসাতে এই গা পুড়ে যায় ভাবছি হবো জঙ্গি.. যুদ্ধ করে তোমায় আমি ঠিক বানাবো সঙ্গি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।