নিজেকে জান এবং প্রয়োগ কর-- একটা ওয়েবসাইট এর SEO করার জন্য আপনি কতটুক সময় নিবেন? এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে একটা পেইজের SEO করার জন্য কি কি স্টেপ অনুসরণ করবেন।তারপর অঙ্ক কষে দেখবেন আপনার কতগুলো পেইজ আছে। ১__আপনার বেস্ট প্রতিযোগী এর চেয়ে আরও বেশি Targeted Content লিখতে হবে... ক--আপনার পেইজে কি আপনার প্রতিযোগীর চেয়ে বেশি Text-content আছে? খ-- আপনার keyword টি Google এ টাইপ করেন। গ--টপ ৫ টা পেইজ দেখেন এবং খুজে বার করেন কোন পেইজটিতে বেশি Content আছে এবং নিশ্চিত হউন যে আপনার পেইজ এ তার চেয়ে বেশি Content আছে--(সেটা যদি উইকিপিডিয়াও হয়)। ২__ প্রতিটা প্যারাগ্রাফে কমপক্ষে ১বার করে হলেও আপনার keyword টি দিবেন। ৩__টাইটেল ট্যাগ টি লিখেন এবং keyword এর উপরেই ফোকাস দেন। ৪__আপনার পেইজের সাথে সাইটির অন্য পেইজের লিংক করে দেন। ক--Anchor Text টি যেন অবশ্যই আপনার Targeted Keyword হয়। খ--অবশ্যই পেইজ লিংক গুলো যেন keyword এর সাথে সম্পর্কিত হয়। এখন হিসাব করে দেখেন একটা পেইজ SEO করতে আপনার কতটুক সময় লাগবে----
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।