everything is fair in love and war ১.পাতিহাসঁ পালার জন্য ইতিহাসে সর্বনিন্ম ৪.৮০ এবং রাজহাসঁ পালার জন্য জিপিএ ফাইভ লাগবে। ২. যারা কৃষিশিক্ষায় জিপিএ ফাইভ পাইনি তাদেরকে কৃষক বলা যাবে না এবং তাদের সার বা উন্নত জাতের ধান দেওয়া যাবে না। ৩.যারা জিপিএ ফাইভ পাবে না তারা মেডিকেলে রোগী হিসেবেও ভর্তি হতে পারবে না ৪.যারা সামাজিক বিজ্ঞানে জিপিএ ৫ পাবে না তাদেরকে সমাজের বহির্ভুত করা হবে। ৫...যারা জিপিএ 5 পাইছে তাদেরকে পৌরসভার ভিতরে মেয়েদের বিয়ে করার অগ্রাধিকার থাকবে না হয় পৌরসভার ভিতরে কেউ বিয়ে করতে পারবে না। ৭.যারা ইসলাম শিক্ষা বা ধর্মে এ প্লাস পাবে না তাদেরকে বিধর্মী বা নাস্তিক বলে আখ্যায়িত করা হবে। ৮.যারা রসায়নে এ প্লাস পাবে না তাদেরকে রসালো সবকিছু পরিত্যাগ করতে হবে না হলে তাকে দেশদ্রোহী ঘোষনা করা হবে। ৯.যারা পদার্থে এপ্লাস পাবে না তাদেরকে অপদার্থ বলে চিহ্নিত করা হবে। ১০.যারা জিপিএ ফাইভ পাবে না তারা কোন ইলিকশনে দাড়াতে পারবে না ইভিন তাদের এমপি মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হবে। ১১.যারা যুক্তিবিদ্যায় এ প্লাস পাবেনা তাদেরকে বিতার্কিক বলে গন্য করা হবে না এবং যারা ভুগুলো এ প্লাস পাবে না তাদেরকে কক্সবাজার ভ্রমন নিষিদ্ধ করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।