আমাদের কথা খুঁজে নিন

   

কথা হ ল এইভাবে কি স ম্ভ ব?

গতকাল ইফতার কিনছিলাম কটা দোকান থেকে ( ব্রান্ডটি সবাই চেনেন)। এর মধ্যে একটা মেনু ছিল গরুর চাপ আর লুচি। আমি নিলাম আধা কেজি মাংস আর লুচি। ওজন এর সময় দেখলাম ওজনের ডিস প্লের কাটাটি দোকান দার এর সাইডে, আমি একটুও দেখতে পাচ্ছি না। আমি ব ললাম ওজন টার ডিসপ্লে আমার দিকেও দেখান ।

ওজন আমাকে তারা অবশ্য কম দেয়নি। কিন্ত আমার এই কথাতে ছেলেটি খুব বিরক্ত হল। আমি কি অন্যায় কিছু বলেছি? আমার অবশ্যই অধিকার আছে দেখার যে ওজন ঠিক আছে কিনা। আমি নিশ্চিত যে, সবারই কম বেশি অভিজ্ঞতা আছে ওজনে কম পাওয়া, কি কাঁচা বাজারে কি পাকা বাজারে। আমাদের দেশের বিক্রেতাগুলোর এইটা খুব কমন স্বভাব।

এমনকি পাল্লাতে নিচে কিছু লাগিয়ে রাখার মতো ঘটনাও আছে। অথচ আমরা মুস লিম দেশ, আর আল্লাহ্‌ তাআলা আমাদের ওজন এ ক ম দিতে নিষেধ ক রেছেন। আমরা এটা কয়জন মানি? কথা হ ল এইভাবে কি স ম্ভ ব? ১। আপ নি টাকা দিয়ে ভেজাল জিনিস পাবেন ২। ওজনে ক ম পাবেন ৩।

যে জিনিসের যে দাম না, সেই দাম এ কিনবেন ৪। টাকাও জাল পেতে পারেন ৫। ব্যাংক এর এ টি এম বুথেও টাকা জাল পেতে পারেন ৬। প্রাকৃতিক ফ্ লেও কৃত্রিম রং পাবেন ৭। সি এন জি দ্বিগুন বা তারও বেশি ভাড়া চাবে ৮।

বাস পাবেন না, পেলেও উঠতে পারবেন না ৯। গাড়িতে গ্যাস ভরবেন, মেশিন থেকে বিল লিখবার স ময় আপনার দেখতে হবে বেশি লিখছে কিনা ১০। গাড়িতে তেল ভ রবেন, দেখতে হবে (বল লেন ১০ লিটার, আসলে দিচ্ছে ৮ লিটার কিনা) ১১। এমনকি সেই তেলেও ভেজাল পাবেন ১২। বিদ্যুত খ রচ ক ম ক রবেন, কিন্তু বিল ক ম আসবে না, ব রং বেশি আস তে পারে স র্বোপ রি আমার লেখাই বা কেন পড়বেন, আমিও তো বানিয়ে লিখতে পারি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।